শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়া ছাড়া ভারতের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত। ভারতের সেই হতাশার তালিকায় এবার যুক্ত হয়েছে অবিনাশ সাবলের নামও। তিনি প্রথম ভারতীয় হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠে নজির গড়েছিলেন। তবে ফাইনালে হতাশাজনক ১১তম স্থানে শেষ করলেন তিনি। ফলে এই বিভাগ থেকেও ভারতের পদক জয়ের আশা অধরাই থেকে গেল। ঘটনাচক্রে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব বেশি উল্লেখযোগ্য নয়। মিলখা সিং, পিটি ঊষারা সর্ব প্রথম ভারতীয় অ্যাথলেটিক্সকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে। টোকিয়ো অলিম্পিক গেমসে ভারতের অলিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জন্ম নেন এক নয়া তারকা। জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। এর পর প্যারিসে তিনি রুপোর পদক জেতেন। এই অংশটুকু বাদ দিলে হতাশার কাহিনী অব্যাহত।
বৃহস্পতিবারের ফাইনালে অবিনাশ সাবলে তাঁর গতি ধরে রাখতেই পারলেন না। যে গতি বজায় রেখে দৌড়লে ৩০০০ মিটার স্টিপলচেজে পদক জয়ের আশা থাকত, তার ধারেকাছেও থাকতে পারলেন না তিনি। ২৯ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট আশা জাগিয়েও শেষ করলেন ১১তম স্থানে। দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন ৮ মিনিট ১৪:১৮ সেকেন্ড। একটা সময়ে এদিন রেসে অল্পের জন্য প্রথমে ছিলেন সাবলে। পরে অবশ্য তা ধরে রাখতেই পারলেন না তিনি। সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগে তিনি যে পারফরম্যান্স করেছিলেন তার ধারেকাছেও পৌঁছাতে পারলেন না এদিন। এই ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। আট মিনিট ৯:৯১ সেকেন্ডে এদিন দৌড় শেষ করেন তিনি। দীর্ঘ সময় এই স্টিপলচেজের জন্য নিজেকে প্রস্তুত করতে বিদেশে অনুশীলন করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে সব রকম আর্থিক সাহায্য করা হয়। তবে এতকিছুর পরেও প্যারিসে আশানুরূপ পারফরম্যান্স করতে পারলেন না তিনি।
আরও পড়ুন: বাড়ি ফিরলে ভিনেশকে 2028 Olympics-এর জন্য বোঝাব… ভাইঝির অবসর মানতে পারছেন না মহাবীর ফোগট
মরক্কোর সোউফিন এল বক্কালি এদিন সোনা জিতেছেন। টোকিয়ো অলিম্পিক গেমসে জয় করা সোনার মেডেলটি এদিন ধরে রেখেছেন তিনি। তিনি রেস শেষ করতে সময় নিয়েছেন ৮ মিনিট ০৬:০৫ সেকেন্ড। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেনেথ রুকস জিতেছেন রুপো। সময় নিয়েছেন ৮ মিনিট ০৬:৪১ সেকেন্ড।ব্রোঞ্জ পদক জিতেছেন কেনিয়ার আব্রাহাম কিয়োট। তিনি সময় নিয়েছেন ৮ মিনিট ০৬:৪৭ সেকেন্ড। প্রসঙ্গত নিজের হিটে পাঁচ নম্বরে শেষ করেছিলেন অবিনাশ সাবলে। ফলে নিশ্চিত হয়েছিল তাঁর ফাইনালের টিকিট। তবে প্যারিসে গেমসের হিটে তিনি যে পারফরম্যান্স দিয়েছিলেন, সেই পারফরম্যান্স ফাইনালে করতে পারেননি। তা করতে পারলে প্রথম দশের মধ্যে রেস শেষ করা উচিত ছিল তাঁর। এই হারের ফলেই প্যারিস অলিম্পিক গেমসে শেষ হয়ে গেল অবিনাশ সাবলের সফর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।