বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: হাতের ক্ষত থেকে রক্ত ঝরে কোর্টে পড়ছিল… ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করলেন লক্ষ্য

Paris 2024 Olympics: হাতের ক্ষত থেকে রক্ত ঝরে কোর্টে পড়ছিল… ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করলেন লক্ষ্য

হাতের ক্ষত থেকে রক্ত ঝরে কোর্টে পড়ছিল… ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করলেন লক্ষ্য।

সোমবার কোর্টে নামা থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন লক্ষ্য। প্রথম গেম তিনি জিতেও যান। কিন্তু এর পরের দুই গেম হেরে স্বপ্নভঙ্গ হয় লক্ষ্যের। হৃদয় ভাঙে ভারতের। কেন তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে বসলেন, তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেছেন, হাতের ক্ষতের কারণেই তাঁর ছন্দপতন হয়।

২০২৪ প্যারিসে অধরা থাকল ব্যাডমিন্টন থেকে পদক। সোমবার লক্ষ্য সেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ হারতেই ব্যাডমিন্টন থেকে ভারতের পদক পাওয়ার শেষ আশাটুকুও ধুয়েমুছে গেল। বিশ্বক্রমতালিকায় সাত নম্বরে থাকা মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ২১-১৩, ১৬-২১, ১১-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে পদকের সম্ভাবনাও শেষ হয়ে গেল।

সোমবার কোর্টে নামা থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন লক্ষ্য। প্রথম গেম তিনি জিতেও যান। কিন্তু এর পরের দুই গেম হেরে স্বপ্নভঙ্গ হয় লক্ষ্যের। হৃদয় ভাঙে ভারতের। কেন তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে বসলেন, তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেছেন, হাতের ক্ষত থেকে তাঁর রক্ত পড়ছিল। এমন কী কোর্টেও রক্ত পড়ে। যার জেরে বহু বার খেলা বন্ধ রেখে, তা পরিষ্কার করতে হয়। আর এতেই নাকি ছন্দ পতন হয় লক্ষ্য সেনের।

আরও পড়ুন: সরকার সব রকম সুযোগ দিচ্ছে,প্লেয়ারদেরও দায়িত্ব কিছু ফিরিয়ে দেওয়ার- লক্ষ্যের পদক মিস হতেই রাগে ফেটে পড়লেন প্রকাশ পাড়ুকোন

ম্যাচের পর ভারতীয় শাটলার বলেছেন, ‘দ্বিতীয় সেটে আমার সুযোগ ছিল এবং অবশ্যই আরও ভালো করতে পারতাম। কিন্তু ওর (লি জি জিয়া) কৃতিত্ব, ও সত্যিই ভালো খেলেছে। এই মুহূর্তে আমি সবকিছু ঠিকঠাক চিন্তা করতে পারছি না।’ তিনি আরও বলেছেন, ‘আমি এই ম্যাচের জন্যও ভালো ভাবে প্রস্তুত হয়ে এসেছি। সামগ্রিক ভাবে এটি বেশ কঠিন সপ্তাহ ছিল। তবে হ্যাঁ, ক্লান্তি এসেছে। তবে আমি এই ম্যাচে আমার ১০০ শতাংশ দিতে প্রস্তুত ছিলাম।’

আরও পড়ুন: ভারতের আবেদন খারিজ করল FIH, জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল খেলা হচ্ছে না অমিত রুইদাসের

এদিকে তাঁর হাতে ক্ষত বেশ গুরুতর ছিল। খেলা চলাকালীন একাধিক বার তাঁর চিকিৎসা করতে হয়। প্রথম তিরিশ মিনিট লক্ষ্য দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু ধীরে ধীরে লক্ষ্য ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকেন মালয়েশিয়ার লি জি জিয়া তখন ম্যাচের রাশ পুরোটাই নিজের দখলে নিয়ে নেন। ম্যাচে প্রত্যাবর্তন করার মতো কোনও দ্বিতীয় পরিকল্পনা লক্ষ্যের খেলার মধ্যে পাওয়া যায়নি। কিন্তু এমনটা হল? চোটের কারণেই কি ছন্দপতন?

আরও পড়ুন: অলিম্পিক্সে রেফারিংয়ের মান নিয়ে IOC-র কাছে অফিসিয়াল অভিযোগ জানাল ক্ষুব্ধ হকি ইন্ডিয়া

লক্ষ্যের দাবি, ‘খেলা চলাকালীনই হাত থেকে রক্ত ঝরছিল। মেঝের উপরে পড়া রক্ত মুছতে হচ্ছিল। খেলা বন্ধ হওয়ার ফলে আমার ছন্দও নষ্ট হচ্ছিল। গতি হারাচ্ছিলাম। যদিও কোর্টে ফিরে ম্যাচে পুনরায় ফোকাস করার চেষ্টা করছিলাম। তবে সামগ্রিক ভাবে ছন্দ পতন হচ্ছিল।’

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন সাইনা নেহওয়াল। এর পর ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মহিলা সিঙ্গলসে রুপো জেতেন পিভি সিন্ধু। ২০২০ টোকিয়োতে মহিলাদের সিঙ্গলসে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন সিন্ধুই। তবে প্যারিসে ব্যাডমিন্টন থেকে কোনও পদক এল না। লক্ষ্যপূরণের কাছে এসেও খালি হাতে ফিরতে হল লক্ষ্য সেনকেও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.