বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: পরের বার সোনার দাবীদার লক্ষ্য, আগাম দাবি অ্যাক্সেলসেনের, বোঝালেন ভারতীয় শাটলারের এবারের হারের কারণ

Paris 2024 Olympics: পরের বার সোনার দাবীদার লক্ষ্য, আগাম দাবি অ্যাক্সেলসেনের, বোঝালেন ভারতীয় শাটলারের এবারের হারের কারণ

পরের বার সোনার দাবীদার লক্ষ্য, আগাম দাবি অ্যাক্সেলসেনের, বোঝালেন ভারতীয় শাটলারের এবারের হারের কারণ। ছবি: এএফপি

Lakshya Sen loses to Victor Axelsen in semis: অলিম্পিক্সের প্রথম থেকেই লক্ষ্য সেন দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু সেমিফাইনালে চাপ নিতে না পেরে হেরে যান তিনি। সেই সঙ্গে সোনা-রূপোর পদক থেকে লক্ষ্যভ্রষ্ট হন লক্ষ্য সেন। ভিক্টর আক্সেলসেনের কাছে হেরে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের ফাইনালে উঠতে পারলেন না তিনি।

পিভি সিন্ধু আগেই হতাশ করেছিলেন। এবার সেমিতে ওঠার পরেও নিরাশ করলেন লক্ষ্য সেন। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লডাইয়ের পর হারেন তিনি। তিনি গেমে আবার এগিয়ে থাকার পরেও পিছিয়ে পড়েন। বড় মঞ্চের চাপটা সম্ভবত নিতে পারেননি লক্ষ্য। আর তাই এই হার। এমনই দাবি করেছেন তাঁর ড্যানিশ প্রতিপক্ষ ভিক্টর অ্যাক্সেলসেন

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে প্রথম গেমে একটা ১৮-১২ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। সেখান থেকে তিনি ২০-২২ হেরে যান। এর পর পর পর সাতটি পয়েন্ট জেতেন তিনি। অ্যাক্সেলসেনকে দেখে মনে হচ্ছিল, কী ভাবে ফিরবেন তার পথ খুঁজছেন। ঠিক তখনই প্রতিপক্ষকে সুযোগ করে দেন লক্ষ্য। একটি আনফোর্সড এরর করেন তিনি। এই ম্যাচে অ্যাক্সেলসেন দেখালেন, সার্ভিসের সুযোগ কী ভাবে কাজে লাগাতে হয়। ০-৭ পিছিয়ে ছিলেন। সেখান থেকে একের পর এক পয়েন্ট জিতলেন। শেষ পর্যন্ত ১৪-২১ দ্বিতীয় গেম জিতে ম্যাচ পকেটে পুড়ে ফেলেন অ্যাক্সেলসেন।

আরও পড়ুন: নিশান্তের সঙ্গে সত্যিই প্রতারণা হয়েছে? বিজেন্দ্র, রণদীপ হুডাদের পর মুখ খুললেন ভারতীয় বক্সারের কোচ

প্রায় এক ঘণ্টার লড়াইয়ে ম্যাচ জেতার পর অবশ্য তিনি পরিষ্কার জানিয়ে দেন, লক্ষ্য যদি নার্ভ ধরে রাখতে পারতেন, টেনশনে না পড়তেন, তবে এই ম্যাচটি তিনিই জিতে জেতেন। অ্যাক্সেলসেন জিও সিনেমার সঙ্গে কথা বলার সময়ে দাবি করেন, ‘লক্ষ্য একজন অসাধারণ প্লেয়ার। এই অলিম্পিক্সে ও দেখিয়ে দিয়েছে যে, ও খুবই শক্তিশালী প্রতিযোগী এবং আমি নিশ্চিত এখন থেকে চার বছর পর ও সোনা জয়ের জন্য অন্যতম ফেভারিট হবে। ও দারুণ প্রতিভাবান প্লেয়ার। আমি ওকে শুভকামনা জানাই। ও দু'টি গেমের বড় অংশে খুব ভালো খেলছিল, তবে আমি নিজের খেলায় সঠিক সময়ে ফিরে এসে ম্যাচ জিততে পেরেছি। তবে ওকে কৃতিত্ব দিতেই হবে।’

আরও পড়ুন: চোট পেয়ে কার্যত জেতা ম্যাচ থেকে নাম প্রত্যাহার,কেঁদে ভাসালেন রিও গেমসে সোনাজয়ী, ভাগ্য ভালো সিন্ধুকে হারানো চিনা শাটলারের

তিনি আরও যোগ করেন, ‘লক্ষ্য এই ম্যাচটি জিততেও পারত। কিন্তু ও টেনশনে পড়ে গিয়েছিল। কারণ ও এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে আগে কোনও ভারতীয় যেতে পারেনি। এটা চাপ হয়েছিল। আমি নিজেও তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।’

আরও পড়ুন: টেনিসটা এমনিতে কখনও পছন্দই করিনি… সোনালী অধ্যায়ের সমাপ্তি টেনে, অবসরের দিনে রসিকতা মারের

অলিম্পিক্সের প্রথম থেকেই লক্ষ্য সেন দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু সেমিফাইনালে চাপ নিতে না পেরে হেরে যান তিনি। সেই সঙ্গে সোনা-রূপোর পদক থেকে লক্ষ্যভ্রষ্ট হন লক্ষ্য সেন। বিশ্বের দু'নম্বর ডেনমার্কের ভিক্টর আক্সেলসেনের কাছে হেরে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের ফাইনালে উঠতে পারলেন না লক্ষ্য। সোমবার মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলতে নামবেন লক্ষ্য। পারবেন ভারতকে পদক এনে দিতে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও! ‘আজ নবী দিবস’, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন কেন? কারণ ব্যাখ্যা মমতার! ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের যৌন হেনস্থা, অভিযুক্ত জাতীয় পুরস্কারজয়ী কোরিওগ্রাফার 'ওদের লেভেলে নামব না,ওটা আমার শিক্ষা নয়', দেবাংশু-কুণালকে মোক্ষম জবাব মৌসুমীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.