বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম

Paris 2024 Olympics: হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম

হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম। ছবি: পিটিআই

Ramita Jindal finishes 7th: সোমবার শুরুর দিকে চার নম্বরে থাকলেও, পরে ধীরে ধীরে পিছিয়ে পড়েন রমিতা। নেমে যান সাত নম্বরে। তার পর আর উপরের দিকে উঠতে পারেননি তিনি। সাতেই শেষ করেন তিনি। সেই সঙ্গে পদক জয়ের স্বপ্নও শেষ।

ভারতবাসীর হৃদয় ভাঙলেন রমিতা জিন্দালমনু ভাকেরের সাফল্যের পর গোটা দেশই সোমবার প্যারিস ২০২৪ অলিম্পিক্সের তৃতীয় দিন তাকিয়ে ছিল রমিতার দিকে। পদকের আশায় বুক বেঁধেছিল তারা। কিন্তু নিরাশ করলেন রমিতা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে তিনি শেষ করলেন সপ্তম স্থানে। শেষ হয়ে গেল রমিতার পদকের আশা। প্রসঙ্গত, রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ইলাভেনিল ভালারিভানকে পরাজিত করে রমিতা জিন্দাল ফাইনালে উঠেছিলেন।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা

লড়েও বিদায় নিতে হল

এদিন প্রথম ন'টি শট ভালোই মেরেছিলেন রমিতা। প্রতিটি শট ১০-এর উপরে ছিল। কিন্তু দশ নম্বর শটটি খারাপ হয়। ফলে তালিকায় সাত নম্বরে নেমে যান তিনি। দ্বিতীয় সিরিজের শুরু থেকে এক জন করে প্রতিযোগী বাদ পড়তে থাকে। প্রথম দুই শটে রমিতা বেঁচে গেলেও পরের দুই শটে পারেননি। আর এক প্রতিযোগীর সঙ্গে টাই হয়ে যায় রমিতার পয়েন্ট। টাইব্রেকারে হেরে যান ভারতীয় প্রতিযোগী।

আরও পড়ুন: নাতনির জন্য বিশেষ পদ তৈরি রাখবেন… মনুর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বুড়ি ঠাকুরমা, বিতরণ করলেন লাড্ডু- ভিডিয়ো

যে কারণে সোমবার শুরুর দিকে চার নম্বরে থাকলেও, পরে ধীরে ধীরে পিছিয়ে পড়েন রমিতা। নেমে যান সাত নম্বরে। তার পর আর উপরের দিকে উঠতে পারেননি তিনি। প্রথম এলিমিনেটরে নরওয়ের জেনিট হেগ ডেস্টাডকে ছিটকে দিয়ে টিকে থাকতে সক্ষম হলেও, পরের এলিমিনেটরে কাজাখস্তানের আলেকজান্দ্রা লে-র সঙ্গে পাল্লা দিতে পারলেন না রমিতা। তবে শুরুতে তাঁর চেয়ে পিছিয়ে ছিলেন আলেকজান্দ্রা। কিন্তু তিনি প্রথম শটে টাই করেন। এর পর দ্বিতীয় শটে রমিতাকে পিছনে ফেলে দেন কাজাখস্তানের শুটার। ফলে হতাশ হতে হল রমিতাকে।

আরও পড়ুন: সাধারণ মানের, জঘন্য… ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক বিতর্কের আগুনে ঘি যোগ জ্বলার

ফের পদকের স্বপ্ন দেখাচ্ছেন মনু

ফের পদক জয়ের সামনে দাঁড়িয়ে ব্রোঞ্জজয়ী মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে নামবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে ভারতীয় জুটি। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে প্রতিটি দল মোট ৬০টি শট মারে। পুরুষ প্রতিযোগী ৩০টি ও মহিলা প্রতিযোগী ৩০টি শট মারেন। তিনটি রাউন্ডে হয় খেলায় প্রতিটি রাউন্ডে ১০টি করে শট মারতে পারেন দুই প্রতিযোগী। ৬০টি শট শেষে সবচেয়ে বেশি পয়েন্ট যে চার দলের থাকে তারা পদকের জন্য লড়ে। প্রথম দুই দল লড়ে সোনার জন্য। তিন ও চার নম্বরে থাকা দল লড়ে ব্রোঞ্জ পদকের জন্য। নিজের তিনটি রাউন্ডে মনু স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৮ ও ৯৫। সরবজ্যোত স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৭ ও ৯৭। অর্থাৎ, তিনটি রাউন্ডের পর মনুর মোট স্কোর ২৯১। সরবজ্যোতের মোট স্কোর ২৮৯। দু’জন মিলিয়ে ৫৮০ স্কোর করেন। তিন নম্বরে শেষ করে ভারতীয় জুটি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে সঙ্গে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,৩ দাবি মানলেন মমতা, কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.