বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: ১৪ অগস্ট ভারতে ফেরা- স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিক্স দলের

Paris 2024 Olympics: ১৪ অগস্ট ভারতে ফেরা- স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিক্স দলের

Paris 2024 Olympics: ১৪ অগস্ট ভারতে ফেরা- স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিক্স দলের।

ভারতের যে অ্যাথলিটরা সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তাঁরা ১৪ অগস্ট দেশে ফিরবেন। আর সেদিনই তাঁরা দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। আর স্বাধীনতা দিবসের দিনে অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমস শেষ হয়ে গিয়েছে ১১ অগস্ট। প্যারিসের গেমস ভিলেজ যেন এখন ভাঙা হাট। সমস্ত দেশের প্রতিযোগীরা এক এক করে ফিরছেন তাঁদের দেশে। ভারতীয় অ্যাথলিটদেরও এবার ফেরার পালা ঘরে। বুধবার অর্থাৎ ১৪ অগস্ট ভারতীয় দল ফিরছে দেশে। দিল্লিতে নামবে দল। বিকেল সাড়ে ৫টায় দিল্লি বিমানবন্দরে নামার কথা রয়েছে ভারতীয় দলের। এবারে প্যারিস অলিম্পিক গেমসে ভারত মোট ১১৭ জন অ্যাথলিট এবং ১৪০ জন কোচিং স্টাফকে নিয়ে গিয়েছিল, যাঁদের অনেকেই ফিরে এসেছেন দেশে। বাকিরা যাঁরা সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এবার তাঁরা ফিরবেন দেশে। ফিরেই রয়েছে তাদের একাধিক অনুষ্ঠান। যেখানে তারা দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবার সঙ্গে সাক্ষাৎ করবেন। স্বাধীনতা দিবসের দিনে অ্যাথলিটদের সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আর তার আগের দিন অর্থাৎ ১৪ অগস্ট যেদিন তাঁরা নামছেন ভারতে, সেদিন তাঁরা সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতির সঙ্গে।

আরও পড়ুন: Vinesh Phogat CAS Hearing Verdict: উৎকন্ঠা আরও বাড়ল, আরও তিন দিন পিছিয়ে গেল ভিনেশের মামলার রায়দান, কেন এত বিলম্ব?

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে তাঁর বাসভবন অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন ক্রীড়াবিদরা। এর পর রয়েছে হাই-টি-র (চায়ের নিমন্ত্রণ) আয়োজন। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করতে তারা লাল কেল্লাতে উপস্থিত থাকবেন। সেখানে প্যারাডে তাঁরা অংশ নেবেন। এর পর দুপুর বেলা একটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় অ্যাথলিটরা। তবে এই ভারতীয় দলে কোন কোন অ্যাথলিটরা থাকছেন বা থাকছেন না. তা এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। পদকজয়ীরা থাকবেন কিনা, থাকলে কত জন থাকবেন, তাও জানানো হয়নি।

আরও পড়ুন: Olympics-এ নীরজের সোনা জয়ের আগে জ্যাভলিনের কথা জানতেনই না মন্তব্যে নেটপাড়ায় তুমুল কটাক্ষ সাইনাকে

প্রসঙ্গত, এবারের প্যারিস অলিম্পিক গেমসে ভারতীয় দল এখনও পর্যন্ত মোট ছ'টি পদক জিতেছে। যার মধ্যে রয়েছে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো। ভিনেশ ফোগটের বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। সিএএস-এর তরফে তাঁর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ১৬ অগস্ট পর্যন্ত সময় চাওয়া হয়েছে। ভিনেশ যদি রুপো পান, তাহলে ভারতের মোট পদক জয়ের সংখ্যা দাঁড়াবে সাত। যা টোকিয়ো অলিম্পিক গেমসের সমান সমান হবে। এবার ভারতের হয়ে মনু ভাকের ব্যক্তিগত ইভেন্টে একটি এবং সরবজোৎ সিং-কে নিয়ে মিক্সড ইভেন্টে আরও একটি ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া স্বপ্নিল কুসালে একটি ব্রোঞ্জ পেয়েছেন শুটিং থেকে। ভারতীয় হকি দল জিতেছে ব্রোঞ্জ। জ্যাভলিনে নীরজ চোপড়া পেয়েছেন রুপো। কুস্তির ম্যাট থেকে ব্রোঞ্জ জিতেছেন আমান শেরাওয়াত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমাদের প্রথম পছন্দ ও’! খারাপ সময় দাদার মতো লোকেশের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক… একবারেই ১ লাখ টাকা! প্রভিডেন্ড ফান্ডে ‘ডবল’ হল সুবিধা, আরও ১ পরিবর্তন কেন্দ্রের শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু কি হিন্দুদের জন্য, প্রশ্ন RSS ম্যাগাজিনের সম্পাদকের ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল বন্যার আশঙ্কা বাড়তেই ১০ জেলায় একঝাঁক শীর্ষ আধিকারিক পাঠাচ্ছে নবান্ন ‘শর্ট বলে আউট হয়! শট সিলেকশনও খারাপ’…অজি সিরিজে শ্রেয়সকে দেখছেন না বোর্ড কর্তা… মিলাদ উন নবির মিছিলে প্যালেস্তাইনের পতাকা, মসজিদে ছোড়া হল পাথর, গ্রেফতার বহু ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রেললাইনে রাখা কাঠের গুঁড়িতে ধাক্কা, বিকল ইঞ্জিন ভাঙা হাত নিয়েও পথে শ্বশুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.