প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেয়েছেন ভিনেশ ফোগট। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণে ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হবে না।
প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগটের অযোগ্য ঘোষণার পর ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন রাজনীতিবিদরা। ভিনেশ ফাইনালে ওঠার পর কোনও প্রতিক্রিয়া না দিলেও, ভিনেশকে অযোগ্য ঘোষণা করার পর, ভারতীয় জনতা পার্টির নেতা ব্রিজ ভূষণ শরণ সিং-এর ছেলে এবং কায়সারগঞ্জের সাংসদ করণ ভূষণ সিং মুখ খুলেছেন। বিজেপি সাংসদ এবং উত্তরপ্রদেশ কুস্তি অ্যাসোসিয়েশনের প্রধান করণ ভূষণ সিং দাবি করেছেন, ‘এটি দেশের জন্য ক্ষতি। ফেডারেশন বিষয়টি খতিয়ে দেখবে এবং কী করা যায় সেটাও দেখা হবে।’
আরও পড়ুন: ষড়যন্ত্র… বলছেন ভিনেশের কোচ মহাবীর এবং শ্বশুর, চোখের জল আটকাতে পারলেন না বাবা
ব্রিজভূষণ সিং-এর বড় ছেলে প্রতীক ভূষণ সিং-ও খবরটিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অযোগ্যতার খবরটি সত্যিই মর্মান্তিক এবং হৃদয়বিদারক। এই ঘটনা বেদনাদায়ক।’
প্রসঙ্গত, ব্রিজভূষণ সিং ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি থাকাকালীন যৌন হয়রানি এবং খারাপ আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে বাকি কুস্তিগীরদের সঙ্গে তীব্র সরব হয়েছিলেন ভিনেশ ফোগটও। ব্রিজভূষণকে কেন্দ্র করে একটা সময়ে কুস্তিগীরদের আন্দোলন সরকার বিরোধী হয়ে উঠেছিল। যার জেরে গত বছর সভাপতি পদ থেকে পদত্যাগও করতে হয়েছিল ব্রিজভূষণকে।
ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে ভিনেশ ফোগট বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’
আরও পড়ুন: প্যারিসে ইতিহাস লিখে দেশে ফিরলেন মনু, দিল্লি বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা তারকা শুটারকে- ভিডিয়ো
এদিকে বিপর্যয়ের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুুইট করে সান্ত্বনা দেন ভিনেশকে। তিনি লেখেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি দেশের গর্ব এবং প্রত্যেক দেশবাসীর অনুপ্রেরণা। আজকের এই বিপর্যয় সত্যিই হৃদয়বিদারক। আমি আশা করি শব্দগুলি হতাশার অনুভূতিই প্রকাশ করছে। হৃদয় দিয়ে আমি তোমার হতাশাই অনুভব করছি। এর পাশাপাশি আমি জানি ভিনেশ তুমি ফিরে আসার প্রতীক। সব সময়েই তুমি চ্যালেঞ্জ নিতে পিছপা হওনি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা তোমার পাশে রয়েছি।’
আরও পড়ুন: ইচ্ছাকৃত ভাবে নিশা দাহিয়াকে আহত করেছে ওর প্রতিপক্ষ- চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় কুস্তি কোচের
অমিত শাহ-ও তাঁর এক্স হ্যান্ডলে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘অলিম্পিক্স থেকে ভিনেশ ফোগটের এই বাদ পড়ার ঘটনা নিশ্চিত ভাবেই লক্ষ লক্ষ ভারতীয়ের আশা ভেঙে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করার গৌরব উজ্জ্বল হয়ে রয়েছে তাঁর ক্রীড়া জীবনে। এই দুর্ভাগ্য তাঁর কেরিয়ারে নিছকই একটি ব্যতিক্রম, আমি নিশ্চিত, এই পরিস্থিতিকে জয় করে তিনি ফিরে আসবেন। আমাদের শুভকামনা এবং সমর্থন সব সময় তাঁর সঙ্গে রয়েছে।’
এদিকে বিরোধীরা সরব হয়েছেন ভিনেশের এভাবে ছিটকে যাওয়ায়। তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। সমাজবাদি পার্টির প্রধান এবং লোকসভা সাংসদ অখিলেশ যাদব এই ঘটনার তদন্ত চেয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত ‘টেকনিক্যাল’ কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে, সত্যটি কী এবং এর পিছনে আসল কারণ কী।’
প্রসঙ্গত, বুধবার সংসদে বিরোধীরা অভিযোগ করেন, ফাইনালে পৌঁছেও ভিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চিত ভাবেই কোনও ষড়যন্ত্র রয়েছে। এমন কী, তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।