প্যারিসে ইতিহাস লিখে অবশেষে দেশে ফিরলেন তারকা পিস্তল শুটার মনু ভাকের। চলতি প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অ্যাথলিটের নাম মনু ভাকের। একই অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস লিখে ফেলেছেন মনু। স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে এমন নজির ভারতের আর কোনও অ্যাথলিটের নেই। বুধবার সকালেই দেশে ফিরেছেন মনু। আর তাঁকে ঘিরে যেন আবেগের বিস্ফোরণ ঘটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
আরও পড়ুন: ইচ্ছাকৃত ভাবে নিশা দাহিয়াকে আহত করেছে ওর প্রতিপক্ষ- চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় কুস্তি কোচের
প্যারিস থেকে মনু ভাকেরের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সকালের দিকে অবতরণ করে, তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। তা সত্ত্বেও মনুকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। মনুর ফ্লাইট (AI 142) সকাল ৯টা ২০ নাগাদ দিল্লি এসে পৌঁছয়। এক ঘন্টা লেট ছিল ফ্লাইট। মনুর বাবা-মা, রাম কিষাণ এবং সুমেধা সহ ক্রীড়া প্রেমী, প্রতিবেশী, রাজ্যের কর্মকর্তা এবং তাঁর ব্যক্তিগত কোচ জসপাল রানাও বিমানবন্দরে অপেক্ষা করছিলেন মনুর জন্য।
আরও পড়ুন: হাতের ক্ষত থেকে রক্ত ঝরে কোর্টে পড়ছিল… ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করলেন লক্ষ্য
মনুকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় দিল্লিতে পৌঁছানোর পর। অলিম্পিক্সে পদকজয়ীকে ঘিরে দিল্লি বিমানবন্দরে জনতার উৎসাহ ছিল অভূতপূর্ব। ফুলে-মালায় বরণ করে নেওয়া হয় মনু এবং তাঁর কোচকে। আর হবে নাই বা কেন, এমন সফল ক্রীড়াবিদের জন্য এটুকু উন্মাদনা তো থাকবেই। বিমানবন্দরে উপস্থিত ভক্তরা ঢাক, ঢোল পিটিয়ে গান গাইছিলেন, নাচছিলেন এবং মনু ভাকের ও জসপাল রানার ব্যানার নিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন।
তাঁকে ঘিরে মানুষের এমন উচ্ছ্বাস দেখে অভিভূত মনু নিজেও। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে এত মানুষ এসেছেন আমাকে স্বাগত জানাতে। আমি খুব খুশি।’ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে এদিন দুপুর দু'টোর সময় দেখা করবেন প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকের।
২০২৪ প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকের ব্রোঞ্জ জেতেন। এর পর তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিং-কে নিয়ে ভারতকে আরও একটি ব্রোঞ্জ এনে দেন। তৃতীয় পদক জয়ের খুুব কাছে পৌঁছে গিয়েছিলেন মনু। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালেও উঠেছিলেন। কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া হয় তাঁর। চতুর্থ স্থানে শেষ করেন মনু ভাকের।
ইতিমধ্যে, মনু ভাকেরের নাম প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হিসাবে নির্ধারণ করা হয়েছে। যে কারণে তিনি দেশে ফিরে এলেও, ফের ১১ অগস্ট প্যারিসে ফিরে যাবেন অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনিতে অংশ নিতে। প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ এখনও পর্যন্ত ভারত তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। আর তিনটি পদকই এসেছে শুটিং থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।