তাঁকে ঘিরে প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা কিন্তু পূরণ করেছেন মনু ভাকের। রবিবার ২০২৪ প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল রাউন্ডে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল মনুর। স্বাভাবিক ভাবেই কিছুটা হতাশ। তবে ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স থেকে পদক পেয়ে ইতিহাস লিখলেন মনু।
হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা করেছিল ভারত। শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন। ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই। যদিও ফাইনালে কোয়ালিফিকেশন রাউন্ডের পয়েন্ট যোগ করা হয়নি। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ২৪৩.২। রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মনুর লড়াই শেষ হয় ২২১.৭ স্কোরে।
কোয়ালিফিকেশন রাউন্ডের মতো অবশ্য ফাইনালে ধারাবাহিকতা দেখাতে পারেননি মনু ভাকের। সাতটি শটে তিনি ১০-এর কম স্কোর করেন। সেটা না হলে হয়তো আরও ভালো ফল হত মনুর। প্রথম স্টেজের পরই সোনা জয়ের দৌড় থেকে কিছুটা পিছিয়ে যান মনু। তাও শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে দ্বিতীয় স্টেজে ভালো পারফর্ম করে দেশকে পদক এনে দিলেন হরিয়ানার ২২ বছরের শুটার।
আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
মনুর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর ঠাকুরমা। হরিয়ানায় পরিবার এবং পড়শিদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তিনি। লাড্ডু খেয়ে, বিতরণ করে মাতেন সেলিব্রেশনে। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘আমি ওকে আশীর্বাদ করি। ও দারুণ কাজ করেছে। ও এখানে এলে আমরা সবাই মিলে ওকে স্বাগত জানাব। আমি ওর জন্য একটি বিশেষ খাবার তৈরি করে রাখব।’
টোকিয়ো ছিল মনুর প্রথম অলিম্পিক্স। তাঁর কোচ যশপাল রানা বলেছিলেন, এরকম প্রতিভা ‘যুগে একটা আসে’। জীবনের প্রথম অলিম্পিক্সে প্রত্যাশার বাড়তি চাপ নিতে পারেননি মনু। যার ফল, শেষ পর্যন্ত একটিও ফাইনালে উঠতে পারেননি তিনি। মারাত্মক হতাশ হয়েছিলেন তিনি। এর পর পিস্তলই ধরতে চাইতেন না। সব কিছু যেন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু দূরে সরার পরেই তিনি টের পান, এটা আরও কঠিন তাঁর জন্য। এর পরেই ফিরে আসেন ফের শুটিংয়ে। তুলে নেন পিস্তল। কঠোর পরিশ্রম শুরু করেন। তার ফল পেলেন প্যারিসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।