প্যারিস গেমসে ভারতীয় ব্রিগেড ইতিমধ্যে পদক জয়ের লক্ষ্যে নেমে পড়েছে। একাধিক ক্রীড়াবিদ পদক রাউন্ডে চলেও গিয়েছেন। সবারই লক্ষ্য সোনা জয়। তবে এই পদক জল্পনার মাঝেই ভারতের যে বিষয়টি নিয়ে তীব্র জলঘোলা শুরু হয়েছে, তা হল পোশাক বিতর্ক। পোশাকের গুণমান নিয়ে তৈরি হয়েছে যত বিতর্ক। অভিযোগ, ভারতীয় খেলোয়াড়দের এবার অত্যন্ত সাধারণ মানের পোশাক দেওয়া হয়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা জ্বলা গুট্টা, সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে, ভারতীয় ক্রীড়াবিদদের জন্য যিনি পোশাক তৈরি করেছেন, সেই ডিজাইনারের তীব্র নিন্দা করেছেন।
কী দাবি জ্বলার?
তাঁর পোস্টে গুট্টা লিখেছেন যে, টিম ইন্ডিয়ার পোশাক তৈরি করা ডিজাইনারের কাছ থেকে তাঁর বড় প্রত্যাশা ছিল, কিন্তু তিনি শুধুই হতাশা হয়েছেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার অফিসিয়াল আনুষ্ঠানিক পোশাক ডিজাইন করার জন্য প্রথম বারের মতো একজন ডিজাইনারকে নিযুক্ত করা হয়েছিল। গুট্টা লিখেছেন, ‘এবারের অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের জন্য যে পোশাক তৈরি করা হয়েছিল, তা সত্যিই হতাশাজনক ছিল!! (বিশেষত যখন ডিজাইনার ঘোষণা করা হয়েছিল তখন আমার অনেক প্রত্যাশা ছিল)।’
আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
তিনি আরও লিখেছেন, ‘প্রথমত, সব মেয়েরা শাড়ি পরতে জানে না... কেন ডিজাইনার এই সাধারণ জ্ঞানটুকু ব্যবহার করেননি এবং প্রি-ড্রেপড শাড়ি তৈরি করেননি (যা বর্তমান প্রবণতা)! মেয়েদের ব্লাউজের ফিটিং খারাপ ছিল, অস্বস্তিকর লাগছিল!! এবং দ্বিতীয়ত রং আর প্রিন্ট সুন্দর ভারতীয়দের পুরো বিপরীত ছিল!!! ডিজাইনারের কাছে সূচিকর্ম বা হ্যান্ড পেইন্টের মাধ্যমে আমাদের সংস্কৃতির শিল্প প্রদর্শনের সুযোগ ছিল!! কিন্তু এটি ছিল একেবারে সাধারণ এবং জঘন্য!!!’
ক্ষুব্ধ নেটপাড়াও
সোশ্যাল মিডিয়াতেও চলছে তীব্র সমালোচনা। অনেকের দাবি, যে পোশাক পরে ভারতীয় ক্রীড়াবিদরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তাতে কোনও বিশেষত্ব ছিল না। ভারতীয় সংস্কৃতির কোনও ছোঁয়াও ছিল না। দেখতেও সাদামাঠা লেগেছে। অনেকে আবার কটাক্ষ করে বলেছেন, এর থেকে ভালো শাড়ি মুম্বইয়ের রাস্তায় ২০০ টাকায় পাওয়া যায়। কেউ কেউ বলেছেন, দায়সারা ভাবে পোশাক তৈরি করা হয়েছে।
টিম ইন্ডিয়ার ইউনিফর্ম কে ডিজাইন করেছেন?
ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য টিম ইন্ডিয়ার পোশাক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। পোশাক তৈরি হয়েছিল ইক্কত প্রিন্ট এবং বেনারসি ব্রোকেডের দ্বারা অনুপ্রাণিত হয়ে। এবং সুতি ও খাদি মিশ্রিত উপাদান দিয়ে পোশাকগুলি তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে। মহিলারা যে সাদা শাড়ি পরেছিলেন, তাতে ছিল জাতীয় পতাকার রঙের পাড়। পুরুষেরা পরেছিলেন সাদা কুর্তা-পাজামা। তাতেও সবুজ এবং গেরুয়া নকশা ছিল। কিন্তু, বলাই বাহুল্য যে ক্রীড়াবিদ এবং বেশ কয়েক জন ভক্ত এতে মোটেও সন্তুষ্ট হতে পারেননি।
পোশাক নির্মাতার সংস্থার কর্তা আশিস মুকুল বলেছেন, ‘আমরা জাতীয়তাবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। ঐতিহ্য এবং আধুনিকতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। নিশ্চিত করার চেষ্টা করেছি, পোশাক যেন খেলোয়াড়দের ব্যবহারের উপযুক্ত এবং আরামদায়ক হয়।’ যাইহোক অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াবিদদের সাদা-মাটা পোশাক মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।