আবুল সাল অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম প্যালেস্তাইনি বক্সার। তিনি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিশুদের উপর হামলার তীব্র প্রতিবাদের বার্তা নিয়ে মার্চপাস্টে অংশ নিয়েছিলেন। শিশুদের উপর বোমা হামলার চিত্রিত একটি শার্ট পরে তিনি মার্চপাস্টে অংশ নেন। সাদা শার্টে এমব্রয়ডারি করা ছবিতে দেখা গিয়েছে, যখন শিশুরা মনের আনন্দে খেলাধূলা করছে, তখন যুদ্ধবিমানগুলো তাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। প্যালেস্তাইনি বক্সার ওয়াসিম আবু সালের বক্তব্য বলেন, ‘এই শার্টটি সেই শিশুদের প্রতিনিধিত্ব করছে, যারা শহীদ হয়েছে এবং রুবেলের নীচে মারা গিয়েছে।’
আবু সাল ব্যাখ্যা করেছেন যে, শার্টটি প্যালেস্তাইনের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছে, যেখানে শিশুদের হত্যা করা হচ্ছে। ওয়াসিম আবুর উদ্ধৃতি তুলে সংবাদসংস্থা এএফপি দাবি করেছে, ‘এই শার্টটি প্যালেস্তাইনেপ বর্তমান চিত্রকে তুলে ধরেছে। যে শিশুরা শহীদ হয়েছে এবং রুবেলের নিচে মারা গেছে, যে শিশুর বাবা-মা শহীদ হয়েছেন এবং খাবার বা জল ছাড়া একাকি পড়ে রয়েছেন, তাঁদের যন্ত্রণাকে প্রতিনিধিত্ব করেছে।’ প্রসঙ্গত, আবু সাল একজন ২০-বছর-বয়সী বক্সার, যিনি অলিম্পিক্সে ওয়াইল্ডকার্ড পেয়েছেন।
আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
ন'মাসের উপর হামাস-ইজরায়েল যুদ্ধ চলছে। হাজার হাজার মৃত্যু। সাধারণ মানুষকে উত্তর গাজা ভূখণ্ড ফাঁকা করে দিয়ে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েলি বাহিনী। এখন দক্ষিণেও তাণ্ডব চালাচ্ছে তারা। খান ইউনিসে সম্প্রতি পাঁচ ইজরায়েলি বন্দির দেহ মিলেছে। তার পর থেকে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। দিশাহারা মানুষ জানেন না কোথায় যাবেন, কোথায় তাঁদের তাড়া করবে না মৃত্যুভয়। রাষ্ট্রপুঞ্জ আজ জানিয়েছে, গত চার দিনে দক্ষিণ গাজার খান ইউনিস ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার প্যালেস্তাইনি।
ফিলিস্তিন অলিম্পিক্স কমিটির সভাপতি জিব্রিল রাজউব বলেছেন যে, তাঁরা প্যারিসের স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে পরামর্শ করেছেন। তাঁদের দাবি, আবু সালের এই শার্টটি কোনও ভাবেই অলিম্পিক্সের নিয়ম লঙ্ঘন করেনি। বরং শান্তির বার্তা দিয়েছে। জিব্রিল বলেন, ‘এটি যুদ্ধবিরোধী, হত্যার বিরুদ্ধে। অলিম্পিক্স কমিটি এর অনুমোদন করেছে।’
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কিন্তু কোনও ক্রীড়া ইভেন্ট এবং উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানের সময়ে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। তবে, ক্রীড়াবিদদের সাংবাদিক সম্মেলন এবং সোশ্যাল মিডিয়াতে স্বাধীন ভাবে নিজেদের মত প্রকাশ করার অনুমতি দেওয়া হয়। প্যারিস অলিম্পিক্সে ইজরায়েলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার অনুরোধ জানিয়ে প্যালেস্তাইন অলিম্পিক্স কমিটি এর আগে আইওসিকে চিঠি দিয়েছিল, যা প্রত্যাখ্যান করা হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।