শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসে যেন একেবারে ভিন্ন ছন্দে রয়েছেন সিমোনে বাইলস। গত টোকিয়ো অলিম্পিক গেমসে মানসিক স্বাস্থ্যের কারণে একাধিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন তিনি। সেই হতাশাকে কাটিয়ে উঠে প্যারিসে দুরন্ত কামব্যাক করেছেন তিনি। আগেই প্যারিসে দলগত ইভেন্টে আমেরিকা যুক্তরাষ্ট্র দলের হয়ে জিমন্যাস্টিক্সে সোনা পেয়েছিলেন বাইলস। দলগত ইভেন্টে সোনা জয়ের মধ্যে দিয়ে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করেন সিমোনে বাইলস। এবার বৃহস্পতিবার মেয়েদের অল অ্যারাউন্ডের ফাইনালে নেমেছিলেন তিনি। সেখানেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা।
আরও পড়ুন: ৯ বছর ধরে আটকে পদোন্নতির ফাইল, স্বপ্নিল ব্রোঞ্জ জিততেই ডাবল প্রোমোশনের ঘোষণা রেলের
ঘটনাচক্রে এটি বাইলসের অলিম্পিক গেমসের কেরিয়ারে ষষ্ঠ সোনার পদক। চলতি প্যারিস অলিম্পিক গেমসের আসরে যুক্তরাষ্ট্রের সপ্তম স্বর্ণ পদক, সব মিলিয়ে ৩৪তম। এদিন দুরন্ত পারফরম্যান্স করে সোনা জয় নিশ্চিত করেছেন বাইলস। বাইলস ফাইনালে ৫৯.১৩১ স্কোর করেছেন। প্যারিসে চলতি অলিম্পিক গেমসের আসরে এটি বাইলসের দ্বিতীয় সোনা। বাইলসের ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক সোনা এটি। এছাড়াও তিনি সব মিলিয়ে ৯টি পদক জিতেছেন। এই বিভাগে রুপো জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনি ৫৭.৯৩২ স্কোর করেছেন। ব্রোঞ্জ পেয়েছেন বাইলসের স্বদেশী তারকা সুনিসা লি।
আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্ড তিন পদক
বাইলসকে এদিন কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছিলেন রেবেকা আন্দ্রাদে। প্রথম দিকে বাইলস পিছিয়ে ছিলেন। সেই সময়ে বাইলস ছিলেন তৃতীয় স্থানে। আনইভেন বারে এদিন তাঁর পারফরম্যান্স খারাপ হয়। যার প্রভাব প্রথমে পড়েছিল তাঁর উপরে। এর পর ব্যালান্স বিমে দুরন্ত একটি পারফরম্যান্স উপহার দিয়ে তিনি কামব্যাকের সূচনা করেন। এর পর রুটিন এক্সারসাইজেও ভালো করেছেন বাইলস। অন্যদিকে টোকিয়ো অলিম্পিক গেমসে ও রুপো পেয়েছিলেন আন্দ্রাদে। এবারও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। এই ইভেন্টে গত অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন সুনিসা লি'কে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।