প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেয়েছেন ভিনেশ ফোগট। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণে ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হবে না।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে ভিনেশ ফোগট বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’
আরও পড়ুন: ইচ্ছাকৃত ভাবে নিশা দাহিয়াকে আহত করেছে ওর প্রতিপক্ষ- চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় কুস্তি কোচের
এই ঘটনার পর ফোগট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভিনেশের কোচ এবং জেঠু মহাবীর ফোগটও হতাশ। তিনি বলেন, আর কোনও পদকের আশা নেই। মহাবীর বলেন, ‘ফেডারেশনের কাছে আমার কোনও দাবি নেই। তারা যা খুশি তাই করবে। এ সময় সারা দেশে শোকের ছায়া।’ তিনি আরও যোগ করেন, ‘এই অযোগ্যতার পিছনে কিছু ষড়যন্ত্র থাকতে পারে। আমি এখনও ওর (ভিনেশ) সঙ্গে কথা বলিনি। এর কারণ কী ছিল, তা জানা যাবে ভিনেশের সঙ্গে কথা বলার পরেই। আমার ভাগ্নে আছে, ওর কাছ থেকে ফোন এসেছে।’
আরও পড়ুন: হাতের ক্ষত থেকে রক্ত ঝরে কোর্টে পড়ছিল… ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করলেন লক্ষ্য
তিনি আরও যোগ করেছেন, ‘গোটা দেশ সোনার আশা করেছিল... যাইহোক, নিয়ম আছে কিন্তু একজন কুস্তিগীর ৫০-১০০ গ্রাম বেশি ওজনের হলে খেলার অনুমতি দেওয়া হয়। আমি দেশের মানুষকে হতাশা না হতে বলব। ও নিশ্চিত ভাবে একদিন পদক আনবে... আমি ওকে পরবর্তী অলিম্পিক্সের জন্য প্রস্তুত করব।’
ভিনেশের বাবা রাজপাল ফোগট এই ঘটনায় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি বলেছেন, ‘এখন আর কিছু বলার নেই। যা আশা ছিল, তা এখন শেষ হয়ে গেছে। আমার স্বপ্ন ছিল, ভিনেশ সোনার পদক পাবে। ওকে পরের বারের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। এবার আর ওর পদক পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কর্তৃপক্ষ সব সিদ্ধান্ত নিয়েছে। দেশের মানুষের জন্যও এই বিষয়টি যন্ত্রণার।’
এদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভিনেশ ফোগটের শ্বশুর, রাজপাল রাঠি। তিনি মিডিয়াকে বলেছেন, ‘ভিনেশের অযোগ্যতা স্পষ্টতই শীর্ষে বসে থাকা লোকদের দ্বারা করা একটি ষড়যন্ত্র। এ নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং এই ব্যাপারে সরকারের হাত রয়েছে। ১০০ গ্রাম ওজন বাড়ার জন্য কী করে ডিসকোয়ালিফাই করা হয়? এইটুকু ওজন তো মাথার চুলের থেকেও বাড়ে। সেটা তো কেটে ফেললেই হয়। ওকে সেই সাহায্য কর্তৃপক্ষ করেনি। পাশাপাশি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের আগে কেন ওজন বাড়ার বিষয়টি সামনে আসেনি?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।