প্যারিস অলিম্পিক্সে তীরন্দাজদের দিয়েই উদ্বোধনের আগের দিনই ভারত অভিযান শুরু করে দিয়েছে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও, বৃহস্পতিবার থেকেই ভারতের তিরন্দাজরা লড়াইয়ে নেমে পড়েছেন। শুরুটা খারাপ করেননি ভারতের তীরন্দাজরা। দিনের শুরুটা করেছিলেন মহিলারা। শেষ করলেন পুরুষেরা। বৃহস্পতিবার অলিম্পিক্সে দিনটা ভালো গেল ভারতের। তিরন্দাজিতে মহিলাদের দলের পর পুরুষদের দলও সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল।
আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
ভারতের মেয়েদের মধ্যে দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন। বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা এবং ভজন চতুর্থ স্থানে শেষ করেন। নিয়ম অনুযায়ী, প্রথম চারে শেষ করা দলগুলো যাবে কোয়ার্টার ফাইনালে। ভারতের স্কোর ১৯৮৩। তৃতীয় স্থানে শেষ করা মেক্সিকোর পয়েন্ট ১৯৮৬। প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করে যথাক্রমে কোরিয়া ও চিন। তাঁরা মোট ১৯৮৩ স্কোর করেন। এই তিন জনের মধ্যে আবার ব্যক্তিগত স্কোরে এগিয়ে রয়েছেন অঙ্কিতা ভকত। তিনি পেয়েছেন ৬৬৬ পয়েন্ট। ভজন কৌর পেয়েছেন ৬৫৯ ও দীপিকা কুমারী পেয়েছেন ৬৫৮।
ব্যক্তিগত বিভাগে অঙ্কিতা ভকত শেষ করেন ১১ নম্বর স্থানে। ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে পদকের জন্য ৬টা রাউন্ড রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড রয়েছে। যাইহোক অঙ্কিতার পারফরম্যান্স অনেককেই চমকে দিয়েছে। জানেন এই অঙ্কিতার পরিচয়? কলকাতায় জন্ম অঙ্কিতা প্রথম বার শিরোনামে আসেন ২০১৭ সালে। সেবার তিনি বিশ্ব আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। প্যারিস অলিম্পিক্সটা তাঁর ক্যারিয়ারের প্রথম অলিম্পিক্স। তিনি টুর্নামেন্টের শীর্ষ আটে শেষ করেন গ্যাব্রিয়েলে মনিকাকে পরাস্ত করে।
তিরন্দাজির প্রতি অঙ্কিতা ভকতের ভালোবাসা তৈরি হয় যখন তাঁর বয়স ১০ বছর। সেই থেকে তিনি আর পিছন ফিরে তাকাননি। ২০১৪ সালে তিনি জামশেদপুরে চলে যান, সেখানে গিয়ে তিনি টাটা তিরন্দাজি অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করেন কোচ রাম আদেশের অধীনে। এছাড়াও ছিলেন পূর্ণিমা মাহাতো ও ধর্মেন্দ্র তিওয়ারি।
২০১৫ সালে অঙ্কিতা ভকত ভারতের তিরন্দাজি অ্যাসোসিয়েশনের নির্বাচনের ট্রায়াল পাশ করেন এবং বিশ্ব তিরন্দাজি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। তিনি ২০২৩ সালে হ্যাংঝৌতে এশিয়ান গেমসে মহিলাদের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার প্যারিস ২০২৪ অলিম্পিক্সে তাঁর সাফল্যের দিকে তাকিয়ে থাকবে গোটা ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।