শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসে মেয়েদের কুস্তিতে ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতের হয়ে লড়াইতে নেমেছিলেন অন্তিম পাঙ্ঘাল। তবে একেবারেই উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি তিনি। আগেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। তবে প্যারিসে জোরদার বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর অ্যাক্রেডিটেশন কার্ড ব্যবহার করে অ্যাথলিটদের গেমস ভিলেজে প্রবেশের চেষ্টা করেছিলেন তাঁর বোন নিশা পাঙ্ঘাল। ধরা পড়ে যান তিনি। এর পরেই প্যারিস পুলিশের তরফে সমন পাঠিয়ে ডেকে পাঠানো হয় অন্তিমকে। বাতিল করা হয় তাঁর অ্যাক্রেডিটেশন কার্ড। তাঁকে গেমস ভিলেজ থেকেও বিতাড়িত করা হয় আয়োজকদের তরফে। বিতর্কের মাঝেই এবার নিজের টিম সহ প্যারিস ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।
৫৩ কেজি বিভাগে অন্তিম মুখোমুখি হয়েছিলেন তুরস্কের ইয়েগিল জেইনেপের। এই ম্যাচে হেরেই ছিটকে যেতে হয় তাঁকে। অন্তিমের জন্য আরও খারাপ খবর আসতে পারে প্যারিস থেকে। নিয়ম শৃঙ্খলা ভাঙার কারণে তাঁকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। বৃহস্পতিবারের বিকেলেই প্যারিস থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে তিনি এবং তাঁর দল রওনা দিয়েছে নিউ দিল্লির উদ্দেশ্যে। প্যারিস ছাড়াও আগে সংবাদ সংস্থা পিটিআইকে অন্তিম বলেন, ‘দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি বাড়ি ফিরে যেতে চাই।’ ঘটনাচক্রে এটাই প্রথম অলিম্পিক গেমস ছিল অন্তিমের। ভারতীয় দলের জার্সি গায়ে অন্তিম এবং তাঁর টিমের চার সদস্য ভারতের উদ্দেশ্যে রওনা দেন। চার্লস ডে গলে এয়ারপোর্টের টার্মিনাল ২সি থেকে ছাড়ে তাদের বিমান। বিতর্কের বিষয়ে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অন্তিম।
আরও পড়ুন: বাড়ি ফিরলে ভিনেশকে 2028 Olympics-এর জন্য বোঝাব… ভাইঝির অবসর মানতে পারছেন না মহাবীর ফোগট
অন্তিমের টিমের একজন কোচ বলেন, ‘ও (অন্তিম) খুব ভয় পেয়ে রয়েছে। এখন কথা বলার মতন অবস্থাতে নেই ও।’ ০-১০ ফলে নিজের ম্যাচ হারের পরে অন্তিম তাঁর অ্যাক্রেডিটেশন কার্ডটি দিয়ে দেন তাঁর বোন নিশাকে। নিশা গেমস ভিলেজে গিয়ে তাঁর দিদির অ্যাক্রিডিটেশন কার্ডটি ব্যবহার করে ঢুকে তাঁর দিদির জিনিসপত্র বের করতে গিয়ে ধরা পড়ে যান। ভিলেজের সিকিউরিটি তাঁকে আটকে দেন। এর পর বিকেলের দিকে অন্তিম এবং নিশাকে নিয়ে যাওয়া হয় ভিলেজের পুলিশ স্টেশনে। যে ক্যাবটি নিয়ে অন্তিমের টিমের দুই কোচ ভগত সিং এবং বিকাশ ভিলেজে গিয়েছিলেন। তাঁকে টাকা দিতেও অস্বীকার করেন তাঁরা। ওঠে খারাপ ব্যবহারের অভিযোগ। তাঁরা মদ্যপ ছিলেন এমন অভিযোগও ওঠে। ক্যাব চালকের তরফে বিষয়টি পুলিশে জানানো হয়। এর পরেই ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন অন্তিম এবং তাঁর টিমকে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।