ভারতীয় হকি দল ২০২৪ প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতে ইতিহাস লিখে ফেলেছে। স্পেনকে ২-১ হারিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতেছে ভারতীয় হকি দল। ভারতীয় হকি টিম ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ৪২ বছরের ট্রফির খরা শেষ করেছিল। আর এবার প্যারিস অলিম্পিক্সে তারা ফের ব্রোঞ্জ জিতে ৫২ বছর আগের ইতিহাস স্পর্শ করল। ভারতীয় পুরুষ হকি দল শেষ বার ১৯৬৮ এবং ১৯৭২- পরপর দুই অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিল। ফের ৫২ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি। ২০২০-এর পর ভারত ২০২৪ অলিম্পিক্সেও পরপর দু'বার ব্রোঞ্জ জিতল। সেই সঙ্গে শ্রীজেশের শেষ আন্তর্জাতিক ম্যাচকেও বিশেষ করে তুলল ভারত।
আরও পড়ুন: বাড়ি ফিরলে ভিনেশকে 2028 Olympics-এর জন্য বোঝাব… ভাইঝির অবসর মানতে পারছেন না মহাবীর ফোগট
ভারতীয় দলের এই জয়ের পর প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরমনপ্রীত সিংদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর প্রধানমন্ত্রী ফোন করে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়ে আবেগে ভাসেন।
সোশ্যাল মিডিয়ায় মোদীর উচ্ছ্বাস
পিআর শ্রীজেশদের ব্রোঞ্জ জয়ের পরেই প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘আগামী প্রজন্ম এই সাফল্যের কথা স্মরণ করবে। অলিম্পিক্সে উজ্জ্বল হয়ে উঠল ভারতীয় হকি দল। ব্রোঞ্জ পদক নিয়ে এল। এই পদক আরও গুরুত্বপূর্ণ। কারণ, অলিম্পিক্সে পরপর পদক জিতল ভারতীয় হকি দল। এই সাফল্য দক্ষতা, উদ্যম ও দলগত শক্তির পরিচয় দিচ্ছে। ভারতীয় দল অসামান্য দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছে। সব খেলোয়াড়কে অভিনন্দন। হকির সঙ্গে সব ভারতীয়র আবেগ জড়িয়ে। এই সাফল্য আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে হকি খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে।’
হরমনপ্রীতকে ‘সরপঞ্চ সাহেব’ সম্বোধন প্রধানমন্ত্রীর
ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের সঙ্গে কথা বলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংকে ‘সরপঞ্চ সাহেব’ বলে সম্বোধন করেন। আর সেটা শুনে দলের সকলেই হেসে গড়িয়ে পড়েন। এর পর হরমনপ্রীতকে আরও বলেন প্রধানমন্ত্রী মোদি, ‘আপনাকে এবং আপনার পুরো টিমকে অনেক অভিনন্দন। আপনারা ভারতকে গৌরব এনে দিয়েছেন এবং আপনার মনে থাকবে যে, আমি টোকিয়োতে বলেছিলাম যে, আপনি পরাজয়ের সিরিজ ভেঙে দিয়েছেন। এবার, আপনার নেতৃত্বে এবং আপনার পুরো দলের প্রচেষ্টায়, আমরা উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে আপনি ছেলেরা হকিতে আমাদের যে সুবর্ণ সময় ছিল তা ফিরিয়ে আনবেন।’
শ্রীজেশকে বিশেষ বার্তা দিলেন মোদী
এরপর প্রধানমন্ত্রী হরমনপ্রীতকে জিজ্ঞেস করেন, শ্রীজেশ আছে? এই বিষয়ে শ্রীজেশ বলেন, ‘আমি লাইনে আছি।’ প্রধানমন্ত্রী তখন শ্রীজেশকে বলেন, ‘ভাই কেমন আছেন, আপনাকে অভিনন্দন। আপনি অবশেষে আপনার অবসর ঘোষণা করেছেন, কিন্তু আপনাকে একটি নতুন দল প্রস্তুত করতে হবে। আমি আজ একটি কথা বলতে চাই, ব্রিটেনের বিরুদ্ধে ১০ জন খেলোয়াড় হওয়ার পরেও, আপনার সেই লড়াই, আমি মনে করি যে, হকি বোঝে এমন প্রতিটি মানুষ এটা সব সময়ে মনে রাখবে। এটি একটি উদাহরণ হিসাবে বিবেচিত হবে। যখনই এই নিয়ে আলোচনা হবে, আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা অবশ্যই বলা হবে। খুব ভালো টিম স্পিরিট দেখা গেল। হারার পর, আত্মবিশ্বাস কমে যায়, কিন্তু আপনারা ২৪ ঘন্টার মধ্যে মানসিক ভাবে উজ্জীবিত হয়ে আবার লড়াইয়ে ফিরেছন। দেশ খুব গর্বিত বোধ করছে, আমি আপনাকে অনেক অভিনন্দন জানাই।’
সব খেলোয়াড়দেরই খোঁজখবর নেন প্রধানমন্ত্রী
শ্রীজেশের সঙ্গে কথা বলার পরেই তাঁকে মোদী জিজ্ঞেস করেন, ‘সবার স্বাস্থ্য কি ভালো আছে? কেউ কি আঘাত পেয়েছেন?’ এতে শ্রীজেশ বলেন, ‘স্যার, সবাই আপনার কথা শুনছেন, সবাই খুব খুশি এবং সবাই আপনার কলের অপেক্ষায় ছিল।’ এই বিষয়ে মোদী বলেন, ‘সবাইকে আমার শুভেচ্ছা।’ এতে দলের সকল সদস্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান এবং ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেন। পিএম মোদী শেষে বললেন, সরপঞ্চ সাহেব, আবারও অনেক অভিনন্দন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।