বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Day 6 Results: সিন্ধু, নিখাত, সাত্ত্বিক-চিরাগদের ব্যর্থতার দিনে অক্সিজেন স্বপ্নিলের ব্রোঞ্জ, আশা দেখাচ্ছেন লক্ষ্যও

Paris Day 6 Results: সিন্ধু, নিখাত, সাত্ত্বিক-চিরাগদের ব্যর্থতার দিনে অক্সিজেন স্বপ্নিলের ব্রোঞ্জ, আশা দেখাচ্ছেন লক্ষ্যও

সিন্ধু, নিখাত, সাত্ত্বিক-চিরাগদের ব্যর্থতার দিনে অক্সিজেন স্বপ্নিলের ব্রোঞ্জ, আশা দেখাচ্ছেন লক্ষ্যও।

Paris 2024 Olympics Day 6, Complete List Of Indian Athletes' Results: প্যারিসে ষষ্ঠ দিনে ভারত একটি পদক পেলেও, মোটের উপর দিনটি ভালো যায়নি। কী ফল হয়েছে বৃহস্পতিবার, জেনে নিন বিস্তারিত:

বৃহস্পতিবার প্যারিসে গেমসের ষষ্ঠ দিনটি খুব খারাপ কেটেছে ভারতের। শুধু ব্যর্থতার ছড়াছড়ি। পিভি সিন্ধু, নিখাত জারিন, সাত্ত্বিক সাইরাজ-চিরাগ জুটির ব্যর্থতায় মোড়া গল্পের মাঝে স্বপ্নিল কুসালের ব্রোঞ্জটুকুই যেন অক্সিজেন। এছাড়াও লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে ওঠায় ভারত ব্যাডমিন্টনে একটি পদক জয়ের আশা দেখছে। সার্বিক ভাবে অলিম্পিক্সের ষষ্ঠ দিন ভারতের কেমন কাটল, তা দেখে নিন এক নজরে:

শুটিং

রাইফেল এবং পিস্তল ইভেন্টের মধ্যে সব থেকে কঠিন ইভেন্ট হিসাবে বিবেচনা করা হয় ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনকে। এই প্রথম বার কোনও ভারতীয় সেই ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে কোনও পদক জিতলেন। অর্থাৎ ভারতীয় শ্যুটিং ইতিহাসে নিজের নামটা চিরকালের মতো খোদাই করে দিলেন স্বপ্নিল কুসালে। স্বপ্নিল কুসালে ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে বৃহস্পতিবার ব্রোঞ্জ পদক জিতেছেন। প্যারিস অলিম্পিক্সে এটি শুটিং থেকে ভারতের তিন নম্বর পদক। এদিকে অলিম্পিক্স থেকে পদক জয়ী সপ্তম শুটার হয়েছেন তিনি। তবে এই প্রথম বার থ্রি পজিশন রাইফেলে ভারতকে পদক এনে দিয়ে ইতিহাস লিখলেন স্বপ্নিল।

আরও পড়ুন: ৯ বছর ধরে আটকে পদোন্নতির ফাইল, স্বপ্নিল ব্রোঞ্জ জিততেই ডাবল প্রোমোশনের ঘোষণা রেলের

মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করলেন অঞ্জুম মৌদগিল এবং সিফত কৌর সামরা। ৩২ জনের মধ্যে ৩১ নম্বরে শেষ করেছেন সিফত। ১৮ নম্বরে শেষ করেছেন অঞ্জুম। ফলে তাঁরা ফাইনালে যেতে পারেননি। বিশেষত সিফতের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক।

ব্যাডমিন্টন

বৃহস্পতিবার ব্যাডমিন্টনে বড় ধাক্কা খেয়েছে ভারত। পিভি সিন্ধুর পদক জয়ের আশা শেষ। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে হি বিংজিয়াওয়ের বিরুদ্ধে হেরে যান ভারতীয় তারকা। খেলার ফল ১৯-২১, ১৪-২১। সিন্ধু ২০১৬ সালের রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। ব্রোঞ্জ জিতেছিলেন ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে। প্যারিসে পিভি সিন্ধু তৃতীয় অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। আর এই প্রথম বার কোনও অলিম্পিক্সে পদক পেলেন না তিনি। শুধু তাই নয়, এই প্রথম বার অলিম্পিক্সে কোনও চিনা শাটলারের কাছে হেরে গেলেন। টানা তিনটি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্নপূরণ হল না পিভি সিন্ধুর।

আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্ড তিন পদক

সিন্ধু ছিটকে যাওয়ার পর, এখন ব্যাডমিন্টনে ভারতের একমাত্র আশা হিসাবে টিকে রয়েছেন লক্ষ্য সেন। শুক্রবার তিনি কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এইচএস প্রণয়কে উড়িয়ে দেন লক্ষ্য। ২১-১২ এবং ২১-৬ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছান তিনি। দ্বিতীয় গেমের বেশিরভাগ সময় প্রণয়কে দেখে মনে হচ্ছিল যে, তিনি কার্যত নিয়মরক্ষার জন্য খেলছেন। তাঁর শরীর দিচ্ছে না।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। সেমিফাইনালে উঠতে পারলেন না তাঁরা। হারলেন ২১-১৩, ১৪-২১, ১৬-২১ ব্যবধানে। ফলে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস থেকে ভারতের পদক জয়ের আশা শেষ হয়ে গেল।

হকি

প্যারিস অলিম্পিক্সে গ্রুপ 'বি'-র ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে গেল ভারত। টোকিয়ো অলিম্পিক্সে বেলজিয়াম চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও, ১-২ হারল ভারত। টিম ইন্ডিয়া অবশ্য ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে।

আরও পড়ুন: পদক থেকে আর এক ধাপ দূরে, কোয়ার্টার ফাইনালে উঠলেন নিশান্ত, পারবেন ১৬ বছরের খরা কাটাতে

তিরন্দাজি

প্যারিস অলিম্পিক্স পুরুষদের রিকার্ভ তিরন্দাজিতে ভারতের যাত্রা শেষ হয়ে গেল। ওপেনিং রাউন্ডে ০-৬ ব্যবধানে হেরে ছিটকে গিয়েছেন প্রবীণ যাদব। আপাতত মহিলাদের ইভেন্টে টিকে আছেন ভজন কৌর এবং দীপিকা কুমারী। তাঁদের উপরই যাবতীয় আশা-ভরসা এখন।

বক্সিং

মহিলাদের ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন নিখাত জারিন। ফলে ভারতের পদক জয়ের সম্ভাবনার ক্ষেত্রে এটি আরও একটি বড় ধাক্কা। নিখাত কার্যত সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। প্রথম রাউন্ডে একেবারে দাঁড়াতে পারেননি নিখাত। ৪-১ ব্যবধানে হেরে যান। তার পরে দ্বিতীয় রাউন্ডে কিছুটা ভালো করার চেষ্টা করেন। কিছুটা সুযোগও তৈরি করেন। তবে শেষ পর্যন্ত লাভ হয়নি। ০-৫ ব্যবধানে হেরে গিয়ে ভারতকে নিরাশ করলেন নিখাত জারিন।

অ্যাথলেটিক্স

পুরুষদের ২০ কিমি রেস ওয়াকের ফাইনালে ৫০ জন প্রতিযোগীর মধ্যে বিকাশ সিং ৩০তম স্থানে এবং পরমজিৎ সিং বিস্ত ৩৭তম স্থানে শেষ করেন। আর এক প্রতিযোগী অক্ষদীপ সিং মাত্র ৬ কিলোমিটার হেঁটেই বসে পড়েন।

মহিলাদের ২০ কিমি দৌড়ে ৪১তম স্থান অর্জন করেছেন প্রিয়াঙ্কা গোস্বামী। তিনি সময় নিয়েছেন ১:৩৯.৫৫ সেকেন্ড।

সেলিং

পুরুষদের ডিঙ্গিতে প্রথম দু'টি রেসের পরে বিষ্ণু সারাভানন ২৫তম স্থানে শেষ করেছেন।

মহিলাদের ডিঙ্গিতে প্রথম রেসের পর ষষ্ঠ স্থান অধিকার করেছেন নেত্রা কুমানান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি পাচারকারী, প্রতিবাদ জানাল বিজিবি পৌষ পূর্ণিমা ২০২৫ শুরু হয়ে গিয়েছে, তিথি আর কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকামত র‌্যাগিংয়ে অভিযুক্তদের মার্কশিট নয়, এবার কড়া পদক্ষেপ নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিয়ে না করে বাবা, ‘সমকামী’ নিয়ে শোনেন কটাক্ষ! কার সঙ্গে প্রেম এখন, নাম জানাল করণ চারদিন পরও প্রস্রাব হয়নি, অভিযোগ প্রসূতির মায়ের, SSKM-এ কেমন আছেন ৩ রোগী? একঝলকে এমন কিছু ক্রিকেটার যারা ১০০ টেস্টের আগেই অবসর নেন শান্তনু–আরাবুল দল থেকে সাসপেন্ড কেন?‌ জবাব দিলেন শৃঙ্খলা কমিটির সদস্য ফিরহাদ কুম্ভে স্নানে যেতে না পারলে ঘরে থেকেও এভাবে এই পবিত্র স্নানের পুণ্য লাভ সম্ভব অভাব শিক্ষকের, বন্ধ হয়েছে শিশু শিক্ষাকেন্দ্র, জগৎবল্লভপুরের স্কুলে বসে নেশার আসর সীমান্তে কাঁটাতারে এবার বাধা এপারের গ্রামবাসীরাই, BSF-এর সঙ্গে কথা MLA-র

IPL 2025 News in Bangla

পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.