শুভব্রত মুখার্জি:- চলতি প্যারিস অলিম্পিক্সে ভারত ১১৭ জন ক্রীড়াবিদকে নিয়ে গিয়েছে তাদের স্কোয়াডে। এই স্কোয়াডের সবথেকে নবীনতম সদস্য ধীনিধি দেশাইঘু। তাঁর বয়স মাত্র ১৪ বছর। এই মুহূর্তে তিনি পড়াশোনা করছেন। পড়েন নবম শ্রেণিতে। সেই ধীনিধি দেশাইঘু এবার প্যারিস গিয়েছেন ভারতীয় স্কোয়াডের হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। মেয়েদের সাঁতারে রয়েছেন তিনি। যদিও তাঁর অলিম্পিক গেমসের অভিযান এবারের মত শেষ হয়ে গিয়েছে। তবুও প্রতিটা মুহূর্ত তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। বিশ্ব ক্রীড়ার জগতের এক একজন আইকনকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করছেন না তিনি। গেমস ভিলেজের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে একটা নতুন অভিজ্ঞতা।
আরও পড়ুন… IPL 2025-এ কি খেলবেন ধোনি? মেগা নিলামের এই নিয়মের উপর নির্ভর করবে CSK-তে মাহির ভবিষ্যত
তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। একসঙ্গে গেমস ভিলেজ শেয়ার করা। খাবার টেবিলে একসঙ্গে খাওয়া থেকে শুরু করে গল্প গুজব সবটাই তার কাছে যেন একটা স্বপ্নের জগত। কে নেই তার সেই স্বপ্নের জগতে! রাফায়েল নাদাল থেকে কার্লোস আলকারাজ, মনু ভাকের থেকে নীরজ চোপড়া সবাই তার এই জগতের অঙ্গ। গেমস ভিলেজের প্রতিটা মুহূর্ত তাই ধীনিধি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। তৈরি করছেন একের পর এক স্মৃতি। যার মিষ্টত্বকে তিনি বয়ে বেড়াবেন গোটা জীবন ধরে। মহিলাদের ২০০ মিটারের ফ্রিস্টাইল ইভেন্টে তিনি প্রতিযোগিতা করেছিলেন। নিজের হিটে তিনি প্রথম ও হন।তবে সবমিলিয়ে অবস্থানগত ভিত্তিতে তিনি সেমিফাইনালে যেতে পারেননি।ফলে শেষ হয়ে যায় তার অলিম্পিক্সের এবারের অভিযান।
আরও পড়ুন… সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে কোনও বিতর্ক হলে কেন জবাব দেন না ধোনি? বিষয় থেকে পর্দা তুললেন মাহি
বয়স তার পক্ষে রয়েছে। ফলে পরবর্তী সময়ে তিনি ভারতের হয়ে আরো অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করবেন সে আশা করাই যায়। কে বলতে পারে একদিন দেশকে গর্বিত করে তিনিও পদক জিতেই দেশে ফিরবেন। আজ নাদাল,আলকারাজের মতন তারকার সঙ্গে ছবি তুলতে তিনি যেমন ছুটে যাচ্ছেন। কাল তার সঙ্গে ছবি তুলতে ছুটে আসবে ক্রীড়াপ্রেমীরা। মধুকুমার বিএমের অধীনে তিনি এই মুহূর্তে প্রশিক্ষণ নিচ্ছেন। ডলফিন অ্যাকোয়াটিক্সে তিনি অনুশীলন করেন। অলিম্পিক গেমসে তার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমার রেসটা বেশ ভালো গিয়েছিল। রাগবি স্টেডিয়ামে আমাদের পুলগুলো রয়েছে। প্রচুর লোকের ওখানে সমাগম হয়েছিল। যা আমার কাছে একটা বিরাট পাওনা। আমি কোয়ালিফাই করতে না পারলেও অনেক কিছু শিখেছি। শিখেছি কীভাবে নিজের উন্নতি করা যায়। শিখেছি কীভাবে বিশ্ব পর্যায়ের মানে নিজেকে উন্নীত করা যায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।