বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics 2024: সোচ্চার হয়েছিলেন 'পুরুষ' ইমানে খেলিফের কাছে হারার পর, সোনা জয়ীদের সমান টাকা পেলেন কারিনি

Paris Olympics 2024: সোচ্চার হয়েছিলেন 'পুরুষ' ইমানে খেলিফের কাছে হারার পর, সোনা জয়ীদের সমান টাকা পেলেন কারিনি

ইমানে খেলিফের কাছে হেরেও সোনা জয়ীদের সমান অর্থ জিতলেন অ্যাঞ্জেলা কারিনি (ছবি-AP)

Paris Olympics 2024: ইতালির বক্সার অ্যাঞ্জেলা কারিনিকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করল আন্তর্জাতিক বক্সিং সংস্থা। কারিনিকে পঞ্চাশ হাজার ডলার আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বক্সিং সংস্থা জানিয়েছে ২৫ হাজার ডলার দেওয়া হবে কারিনির দেশের সংস্থাকে। কারিনির কোচ পাবেন ২৫ হাজার ডলার।

মাত্র ৪৬ সেকেন্ডেই অলিম্পিক্সের বক্সিং ম্যাচ ছেড়ে দিলেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি। মহিলাদের বক্সিংয়ের ওয়েল্টার ওয়েটের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিলেন আলজেরিয়ার ইমানে খেলিফ। কিন্তু সেই ম্যাচ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। তবে এই ম্যাচ হারলেও অলিম্পিক্সে সোনা জয়ীর মতোই আর্থিক পুরস্কার পেলেন অ্যাঞ্জেলা কারিনি। এই আর্থিক পুরস্কার দিয়েছে আন্তর্জাতিক বক্সিং সংস্থা।

ইতালির বক্সার অ্যাঞ্জেলা কারিনিকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল আন্তর্জাতিক বক্সিং সংস্থা। হারার পরেও কারিনিকে পঞ্চাশ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানান হয়েছে। এই পাশাপাশি আন্তর্জাতিক বক্সিং সংস্থা জানিয়েছে ২৫ হাজার ডলার দেওয়া হবে কারিনির দেশের সংস্থাকে। তাঁর কোচ পাবেন ২৫ হাজার ডলার আর্থিক পুরস্কার।

আরও পড়ুন… আজ সেই ৩ অগস্ট- ১২ বছর আগে মনু ভাকেরের মতোই পদক হাতছাড়া হয়ে ছিল! মনে করালেন জয়দীপ কর্মকার

অ্যাঞ্জেলা কারিনিকে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য দেওয়ার ঘোষণার পরে আইবিএ (আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন) প্রেসিডেন্ট উমর ক্রেমলেভ বলেন, ‘মহিলাদের বক্সিংকে কেন মেরে ফেলা হচ্ছে তা বুঝছি না। নিরাপত্তার জন্য কেবলমাত্র যোগ্য অ্যাথলিটদেরই লড়াইয়ের সুযোগ দেওয়া উচিত। ওই মেয়েটার চোখের জলের দিকে আমি তাকাতে পারছি না।’ কারিনি ও আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফের মুষ্টিযুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বক্সিং সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন… ভাঙা সম্পর্ক নিয়ে সোনা জয়! Paris Olympics 2024-এ ক্যাটেরিনা-টমাসের এক অন্য প্রেমের গল্প

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে আলজেরিয়ার সমর্থকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে নর্থ প্যারিস এরিনায় আসেন ইমানে খেলিফ। আর ম্যাচ শুরু হতেই তাঁর সামনে দাঁড়তে পারেননি ইতালির বক্সার। আলজেরিয়ানের থেকে ইতালির বক্সারের উচ্চতা ছয় ইঞ্চি কম ছিলেন। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ড পরেই নিজের হেডগিয়ার ঠিক করতে কোচের কাছে আসেন অ্যাঞ্জেলো। তারপর ফের শুরু হয় ম্যাচ। কিন্তু কিছুক্ষণ পরেই কর্নারে ফিরে গিয়ে ম্যাচ ছেড়ে দেন ইতালির বক্সার।

আরও পড়ুন… ‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’ ইউটিউবারের মন্তব্য ঘিরে ময়দানে বিতর্কের আগুন

আর তারপর কেঁদে ফেলেন ইতালির বক্সার। কাঁদতে-কাঁদতে তিনি বলেন, ‘বিশ্বস্ততা বজায় রেখে আমি সবসময় দেশকে সম্মান করে এসেছি। এবার আমি এবার সফল হতে পারলাম না। কারণ আমি আর লড়াই করতে পারলাম না। রিঙে এতদিনের অভিজ্ঞতা এবং জীবনভর লড়াইয়ের পরে দ্বিতীয় ঘুষির পরে আমি ছেড়ে দিতে বাধ্য হই, কারণ আমার নাকে মারাত্মক ব্যথা হচ্ছিল।’

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, ‘আমার মনে হয়, যে অ্যাথলিটদের পুরুষদের মতো জিনগত বৈশিষ্ট্য আছে, তাঁদের মহিলাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত হয়নি। কারও বিরুদ্ধে বৈষম্য হোক, সেটার জন্য নয়, বরং সমতা বজায় রেখে মহিলা অ্যাথলিটরা যাতে লড়াই করতে পারেন, সেটার অধিকার রক্ষা করতেই এই কাজটা করা উচিত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া অক্টোবরে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ, সময় বদলাবে, ভাগ্য ফিরবে ৩ রাশির অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.