Arjun Babuta 10m air rifle men's final: লড়াই করেও শেষ পর্যন্ত সফল হতে পারলেন না অর্জুন বাবুটা। পদক জিততে পারলেন না এই শুটার। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে পিছিয়ে যান তিনি। তাঁর ১৩তম শটটি A 9.9 শেষ পর্যন্ত তার জন্য ব্যয়বহুল প্রমাণিত হয়েছিল। তিনি চতুর্থ স্থানে থেকে লড়াই শেষ করেন। এর ফলে একটি পদক হাতছাড়া করেন তিনি। তবে তাঁর এই লড়াইয়ের জন্য সকলেই বেশ গর্বিত। ১৬ তম শট পর্যন্ত পদকের দৌড়ে ছিলেন অর্জুন বাবুটা। শেষ পর্যন্ত পদক মিস করেছেন তিনি এবং চতুর্থ স্থান দখল করেন।
প্যারিস অলিম্পিক্সে ভারতের পতাকা তুলতে পাকিস্তান সীমান্ত থেকে সরাসরি প্যারিসে পৌঁছে ছিলেন এক খেলোয়াড়। তিনি ভারতীয় সেনাবাহিনীর সৈনিক নন, তাঁর বাড়ি ভারত-পাকিস্তান সীমান্তের কাছে। তিনি হলেন ভারতীয় শুটার অর্জুন বাবুটার কথা বলছি, যিনি প্যারিস অলিম্পিক্সে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। মধ্যবিত্ত পরিবার থেকে আসা অর্জুন বাবুটার গ্রামের বাড়ি পাকিস্তান সীমান্তের কাছে পঞ্জাবের জালালাবাদ এলাকায়। তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন।
আরও পড়ুন… SL v IND 2024: সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করে কি কোনও ভুল করল BCCI? কী বললেন রবি বিষ্ণোই?
অর্জুন বাবুটা ২৮ জুলাই 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে ৬৩০.১ স্কোর করেছিলেন। বাছাইপর্বে সপ্তম স্থানে ছিলেন তিনি। ফাইনাল পর্বে নিজের সেরাটা দিতে চেয়েছিলেন অর্জুন বাবুটা। অবশ্যই, তার প্রতিযোগিতা সহজ হল না। কিন্তু ভারতের গর্বের জন্য সর্বাত্মক চেষ্টা করেও পদক জিততে পারলেন না তিনি। শেষ পর্যন্ত চতুর্থ হয়েই মাঠ ছাড়েন তিনি।
অর্জুন বাবুতার অর্জন
এটি অর্জুন বাবুটার প্রথম অলিম্পিক্স। এর আগে, তিনি ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং আইএসএসএফ বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছিলেন। অর্জুন ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোর লক্ষ্য করেছিলেন এবং এর সঙ্গে প্যারিস অলিম্পিক্সের কোটাও অর্জন করেছিলেন। অর্জুনের এই সাফল্যগুলোই বোঝাতে যথেষ্ট যে সে একজন দক্ষ শুটার। আর এমন পরিস্থিতিতে প্যারিস অলিম্পিক্সে তার কাছ থেকে পদক আশা করাটা অযৌক্তিক হবে না বলে মনে করা হয়েছিল।
অর্জুনের আগে রমিতার ম্যাচ
ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত গ্রাম থেকে উঠে আসা অর্জুন বাবুটার প্রতিযোগিতা শুরু হবে প্যারিস অলিম্পিক্সে ভারতীয় সময় বিকাল সাড়ে তিনটায়। কিন্তু, অর্জুন একটি পদক লক্ষ্য করার আগে, মহিলা শুটার রমিতা জিন্দল ইতিমধ্যে একই ইভেন্টে ভারতের হয়ে একটি পদক জিতেছেন। দুপুর ১টা থেকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে ভারতের মেয়ে রমিতা জিন্দলকে নিয়ে পদক জয়ের বড় আশা ছিল। তবে রমিতাও পদক জয় করতে ব্যর্থ হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।