শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর। দেশ, বিদেশ থেকে ১০,৫০০ ক্রীড়াবিদ অংশ নেবেন এই মহাযজ্ঞে। ভারতও এবার তাদের সবথেকে বড় স্কোয়াড নিয়েই খেলতে যাবে প্যারিস গেমসে। দলে থাকছেন ১১৩ জন ক্রীড়াবিদ।
কোথায় দেখবেন আপনার প্রিয় তারকাকে দেশের হয়ে পদকের জন্য লড়াই করতে! এই প্রশ্ন সকলের মনে থেকেই যাচ্ছে। সেই প্রশ্নের এবার উত্তর চলে এসেছে সামনে। পিভি সিন্ধু, নীরজ চোপড়া, মনু ভাকেরদের লড়াই করতে ভারতীয় সমর্থকরা ভারতে বসে দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে। তাও আবার একেবারে বিনামূল্যে! এ কথাই জানানো হয়েছে ভায়াকম ১৮ অর্থাৎ জিও সিনেমার তরফে।
আরও পড়ুন… প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার আলি! ডিফেন্ডারের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান
পাশাপাশি আরও সুখবর রয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য। ভারতে বসে জিওর অ্যাপে প্যারিস অলিম্পিক গেমস দেখতে আপনাকে কোন টাকা পয়সা খরচা করতে হবে না। বিনামূল্যেই দেখতে পাবেন এই প্যারিস গেমস। ২৬ জুলাই থেকে শুরু করে এই গেমসের আসর চলবে ১১ অগস্ট পর্যন্ত। ভারতে জিও সিনেমা অ্যাপের পাশাপাশি এই গেমস দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের স্পোর্টস চ্যানেলেও। এই প্রথমবার ২০টি পরপর চলতে থাকা ফিডে দেখানো হবে অলিম্পিক গেমস। যা আগে কখনও ভারতে হয়নি। পাশাপাশি একটি 'ডেডিকেটেড' ফিড থাকবে ভারতের জন্য। অর্থাৎ সেখানে শুধু ভারতের খেলাই দেখানো হবে।সেখানে ভারতীয় ভক্তরা তাদের প্রিয় ভারতীয় তারকার খেলাই দেখতে পাবেন।
ভায়াকম ১৮'র তরফে ইতিমধ্যেই এই গেমসের প্রমোশন শুরু করে দেওয়া হয়েছে। এই প্রমোশনের ক্যাপশন দেওয়া হয়েছে ' দম লাগা কে হাইসা'। ভায়াকমের স্পোর্টসের হেড অফ কনটেন্ট যিনি এই গোটা বিষয়টি দেখাশোনা করছেন সেই সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন তারা সমর্থকদের জন্য এমন এক অভিজ্ঞতা উপহার দিতে চলেছেন যা এর আগে কোনও দিন ভারতীয় সমর্থকরা পাননি।
আরও পড়ুন… স্ত্রী-সন্তানদের সামনেই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারকে গুলি করে হত্যা!
সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, ‘আমাদের এই কভারেজের মূল লক্ষ্য হল দর্শকদের অগ্রাধিকার দেওয়া। আমাদের অ্যাথলিটরা যখন দেশকে গৌরবান্বিত করবেন তখন তাদের প্রতিটা মুহূর্তকে কাছ থেকে তুলে ধরা। এবারের সম্প্রচারে ‘ডেডিকেটেড’ ভারতের ফিডের পাশাপাশি থাকছে মহিলা অ্যাথলিটদের ফিড। থাকছে গ্লোবাল অ্যাকশন ফিড। ভারতীয় অ্যাথলিটদের অনুপ্রেরণা পুরো সফরকে আমরা তুলে ধরতে চাই। আমি নিশ্চিত করতে পারি দর্শকরা এর আগে কোনও দিন অলিম্পিক গেমসকে এমনভাবে দেখেননি যা আমরা এবার দেখাতে চলেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।