বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics 2024: সোনা জিততে না পারা নিয়ে আমার ঠিক কী উপলব্ধি সেটা আমি জানি না- অভিনব বিন্দ্রা

Paris Olympics 2024: সোনা জিততে না পারা নিয়ে আমার ঠিক কী উপলব্ধি সেটা আমি জানি না- অভিনব বিন্দ্রা

ভারতের সোনা জিততে না পারা নিয়ে কী বললেন অভিনব বিন্দ্রা (ছবি-PTI)

অভিনব বিন্দ্রা জানিয়েছেন, ‘আমরা এবার সোনা জিততে পারিনি ঠিক। তবে সোনা জয়টাই সব নয়। আমরা ছটা মেডেল পেয়েছি। সোনা জিততে না পারাটা নিয়ে আমার ঠিক কী উপলব্ধি সেটা আমি নিজেই জানি না। আমার কাছে এটার কোন জবাবও নেই। জবাব যদি থাকত তাহলে আমি বলে দিতে পারতাম কেন আমরা সোনা জিততে পারিনি।’

শুভব্রত মুখার্জি :- প্যারিস অলিম্পিক্সের আসর শেষ হয়ে গিয়েছে। মোটের উপর খারাপ কাটেনি ভারতের এই আসর। সবমিলিয়ে এসেছে ছটি পদক। পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো পেয়েছে ভারত। এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে ভিনেশ ফোগাটকে নিয়ে। ভিনেশের রায় ভারতের পক্ষে যাবে কিনা তার উপর নির্ভর করছে ভারতের পদক সংখ্যাতে কোন পরিবর্তন হবে কিনা। অর্থাৎ ভিনেশের পক্ষে রায় গেলে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াবে সাত। অর্থাৎ টোকিও অলিম্পিক গেমসের পদকসংখ্যার সমান সমান হবে তা। যদিও টোকিও অলিম্পিক গেমসে ভারত সাতটির মধ্যে একটি সোনা জিতেছিল। জ্যাভলিনে সোনা জিতে ভারতের হয়ে সেবার ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। এবার যদিও রুপো পেয়েছেন তিনি। ভারতের এবারের পদক তালিকায় ছটি পদক থাকলে ও নেই কোন সোনা। ভিনেশের আবেদন গ্রাহ্য হলেও তিনি পাবেন রুপো। সুতরাং ফের একটা সোনার পদকহীন অলিম্পিক্স কাটালো ভারত। এই নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতের কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রা জানিয়েছেন তিনি নিশ্চিত নন এই বিষয়ে তাঁর ঠিক কি উপলব্ধি!

আরও পড়ুন… ভারতের মাটিতে দু'সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ সিরিজে নামবে নেপাল

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অলিম্পিক হল সবথেকে কঠিনতম প্ল্যাটফর্ম। এখানে পারফরম্যান্স করাও সবথেকে কঠিন। এর পিছনে একাধিক কারণ রয়েছে। অলিম্পিক এমন একটা মঞ্চ যা পারফরম্যান্সের একেবারেই আদর্শ মঞ্চও নয়। কারণ একটা প্রবল বাহ্যিক চাপ থাকে। পাশাপাশি নিজের ভেতরের একটা আলাদা প্রত্যাশাও থাকে। যেটা অনেক সময়েই অ্যাথলিটদের পিছু ছাড়ে না। পারফরম্যান্স অনেক সময়েই যেন শিল্পকলার মতন হয়ে ওঠে। যেখানে তোমাকে কার্যত অনুমতি দিতে হবে যাতে এটা ঘটে। এটাকে পিছনে ফেলা। পিছনে ফেলে এগিয়ে যাওয়া খুব খুব কঠিন একটা কাজ। ফলে অনেক সময়েই এমন হয় যে স্কিল যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়। বেশিরভাগ অ্যাথলিটদের ক্ষেত্রে এটা ঘটে। তবে সবার ক্ষেত্রে আবার ব্যাপারটা এক নয়। একটা একেবারেই খারাপ দিনে তোমাকে তোমার পারফেক্ট জিনিসটা বেছে নিতে হবে। আমরা এবার সোনা জিততে পারিনি ঠিক। তবে সোনা জয়টাই সব নয়। আমরা ছটা মেডেল পেয়েছি। সোনা জিততে না পারাটা নিয়ে আমার ঠিক কী উপলব্ধি সেটা আমি নিজেই জানি না। আমার কাছে এটার কোন জবাবও নেই। জবাব যদি থাকত তাহলে আমি বলে দিতে পারতাম কেন আমরা সোনা জিততে পারিনি।’

আরও পড়ুন… ভারতীয় দলের ফুটবলাররা আরও দ্রুত উন্নতি করতে পারত- দায়িত্ব নিয়েই স্টিমাচের সমালোচনায় মানোলো

ভারত এইবার তাদের প্রথম পদক পায় মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে। ব্রোঞ্জ পান মনু ভাকের। এরপর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোত সিংকে সঙ্গী করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশনে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুসালে। ভারতীয় পুরুষ হকি দল জেতে ব্রোঞ্জ। আমান শেরাওয়াত জিতেছেন ব্রোঞ্জ। ওদিকে নীরজ চোপড়া তাঁর ইভেন্ট অর্থাৎ জ্যাভলিন থেকে পেয়েছেন রুপো। ক্যাসের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেলে ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইলে রুপো পাবেন ভিনেশ ফোগাটও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে? আগামিকাল কেমন কাটবে আপনার? ভাগ্যের সাহায্য পাবেন কি? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.