শুভব্রত মুখার্জি:- বিশ্ব অ্যাথলেটিক্সের জগতের এই মুহূর্তের অন্যতম তারকা নীরজ চোপড়া। ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে জায়গা করে দিয়েছেন ভারতীয় অ্যাথলেটিক্সকে। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা জয়ের নজির গড়েন তিনি। ২০২০ সালে টোকিও গেমসে সোনা জয়ের পরে প্যারিস অলিম্পিক গেমসেও পদক পেয়েছেন তিনি।অল্পের জন্য হাতছাড়া হয়েছে সোনা।ফলে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। প্যারিস গেমসের পরে এবার তিনি ফের ফিরছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। এবার তাঁকে দেখা যাবে লসানেঁ ডায়মন্ড লিগে।
আরও পড়ুন… ভিডিয়ো: এগিয়ে গিয়েও আল হিলালের কাছে ১-৪ হার! মাঠের মধ্যেই মেজাজ হারিয়ে সমালোচনার মুখে রোনাল্ডো
প্যারিস থেকে ভারতীয় অলিম্পিয়ানদের স্কোয়াড দেশে ফিরেছে ১৪ অগস্ট। সেই দিনকেই তাঁরা সাক্ষাৎ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মুর সঙ্গে। এরপরের দিন অর্থাৎ ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন তাঁরা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। নয়া দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে সেই সাক্ষাৎ করার পরে সবাই ফিরেছেন তাঁদের বাড়িতে। সকলেই আপাতত রয়েছেন বিশ্রামের মুডে। তখন নীরজ কিন্তু চুপ করে বসে নেই। তিনি তাঁর অনুশীলন ইতিমধ্যেই শুরু করেছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: এটা কি গৌতম গম্ভীরের ম্যাজিক! প্রথমবার শেন ওয়ার্নের মতো লেগ স্পিন করলেন ঋষভ পন্ত
তাঁর পরবর্তী টার্গেট লসানেঁ ডায়মন্ড লিগে অংশগ্রহণ। প্যারিস গেমসে যদিও টোকিও অলিম্পিক গেমসের থেকেও ভালো পারফরম্যান্স করেছেন নীরজ চোপড়া। টোকিওতে তিনি সোনা পেয়েছিলেন ৮৭.৫৮ মিটার থ্রো করে। আর প্যারিসে তিনি থ্রো করলেন ৮৯.৪৫ মিটার। যদিও এত দূরত্ব থ্রো করেও তিনি সোনা পাননি। কারণ পাকিস্তানের আরশাদ নাদিম ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি ৯২.৯৭ মিটার দূরত্বে থ্রো করে অলিম্পিক রেকর্ড গড়ে সবাইকে পিছনে ফেলে দেন।
আরও পড়ুন… The Hundred: ইতিহাসে প্রথমবার সুপার ফাইভ! হারা ম্যাচ জিতে ফাইনালে জোফ্রা আর্চারদের Southern Brave
ফাইনাল শেষের পরে একটি সাক্ষাৎকারে নীরজ জানিয়েছিলেন সেদিন তাঁর শরীর তাঁর সাথ দেয়নি।নাহলে অলিম্পিক রেকর্ড ভেঙ্গে তাঁর পক্ষে ও সোনা জয় সম্ভব ছিল। এই মুহূর্তে সুইজারল্যান্ডে রয়েছেন নীরজ। সেখানে ম্যাগলিনজেনে অনুশীলন করছেন তিনি। নিজের কোচ ক্লস বার্তোনিজ,ফিজিও ইশান মারহাওয়াকে নিয়ে তাঁর পরবর্তী লক্ষ্যকে সামনে রেখে অনুশীলনে মগ্ন তিনি। ২২ অগস্ট থেকে শুরু লসানঁ ডায়মন্ড লিগ। সেই লিগেই এবার অংশ নেবেন নীরজ চোপড়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।