শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের অ্যাথলেটিক্স বিভাগ থেকে ফের একটি খারাপ খবর এল ভারতীয় সমর্থকদের জন্য। মেয়েদের ১০০ মিটার হার্ডেলসে এবারে ভারতের প্রতিনিধি ছিলেন জ্যোতি ইয়াররাজি। তবে বৃহস্পতিবারেই হেরে গিয়েছেন তিনি। প্যারিসে মেয়েদের ১০০ মিটার হার্ডেলসের সেমিফাইনালেও উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। এদিনের ট্র্যাকে তাঁর পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। তিনি রপেসঁ রাউন্ডে খেলার সুযোগ পান। সেখানকার হিট থেকেই ছিটকে যান তিনি। হিটে চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি।
আরও পড়ুন… যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে- বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়
স্টাড ডে ফ্রান্সে এদিনের হিটে জ্যোতি ইয়াররাজি তাঁর রেস শেষ করতে সময় নিয়েছেন ১৩ মিনিট ১৭ সেকেন্ড। রপেসঁ রাউন্ডে যারা খেলার সুযোগ পেয়েছেন তাদের দুটি হিটে ভাগ করা হয়। দুটি হিট মিলিয়ে শীর্ষে থাকা দুই অ্যাথলিট সুযোগ পান সেমিফাইনালে খেলার। এদিন প্রথম হিটে খেলার সুযোগ পান জ্যোতি ইয়াররাজি। এই হিটে প্রথম স্থানে শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার মারিওনে ফাউরি। ১২ মিনিট ৭৯ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করেছেন নেদারল্যান্ডসের অ্যাথলিট জিন-এ-লিম। তিনি সময় নিয়েছেন ১২ মিনিট ৮৭ সেকেন্ড।
আরও পড়ুন… ভিডিয়ো: রেকর্ড গড়েই দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের প্রস্তাব দিলেন ফরাসি অ্যাথলিট অ্যালিস ফিনোট
ঘটনাচক্রে এই বিভাগে ভারতের জাতীয় রেকর্ডধারী জ্যোতি ইয়াররাজি। ২৪ বছর বয়সী অ্যাথলিট ১২ মিনিট ৭৮ সেকেন্ডে তাঁর দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। প্যারিসে প্রথম রাউন্ডের হিটে তিনি সপ্তম স্থানে শেষ করেন। সময় নেন ১৩:১৬ সেকেন্ড। সবমিলিয়ে ৪০ জন হার্ডলারের মধ্যে ৩৫ তম স্থানে শেষ করেছেন তিনি।
আরও পড়ুন… পিরিয়ডের তৃতীয় দিন ছিল, কিছুটা দুর্বল ছিলাম- পদক হাতছাড়া হওয়ার পর বললেন মীরাবাঈ চানু
পাঁচটি হিটের প্রত্যেকটির প্রথম তিনজন, এবং পরবর্তী তিনজন যারা দৌড়ে সবথেকে দ্রুত শেষ করেছেন তারা জায়গা করে নিলেন সেমিফাইনালে। বাকি সবাই লড়াই করার সুযোগ পান রপেসঁ রাউন্ডে। প্রথম ভারতীয় হিসেবে এই বিভাগে কোয়ালিফাই করেছিলেন তিনি। বিশ্ব ক্রমতালিকায় অবস্থানের ভিত্তিতে অলিম্পিক গেমসের জন্য কোয়ালিফাই করেছিলেন জ্যোতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।