সুযোগ পেয়েও আর্চারিতে শক্তিধর দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। প্যারিস অলিম্পিক্সের মিক্সড টিমের সেমিফাইনালে ৬-২ ব্যবধানে হেরে গেলেন ধীরাজ বোম্মাদেবরা এবং অঙ্কিতা ভকত। সেই হারের ফলে সোনা বা রুপো জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও তাঁদের সামনে ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে। ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে সেই ম্যাচ শুরু হবে। তবে সেমিফাইনালে কোন দেশের বিরুদ্ধে নামতে হবে, তা এখনও নিশ্চিত হয়নি। আমেরিকা এবং জার্মানির মধ্যে যে দল দ্বিতীয় সেমিফাইনালে জিতবে, সেই দলের বিরুদ্ধে খেলবেন ধীরাজ এবং অঙ্কিতারা। আর সেখানে তিরন্দাজিতে পদক জয়ের জন্য ৩৬ বছর ধরে যে অপেক্ষা করছে ভারত, সেটায় ইতি টানার চেষ্টা করবেন।
ভালো শুরু করেছিল ভারত
এমনিতে তিরন্দাজির ‘গুরু’ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ধীরাজ-অঙ্কিতারা যে জিতবেন, সেটা অতি বড় ফ্যানও ভাবতে পারেননি। কিন্তু যে কায়দায় শুরুটা করেন তাঁরা, তাতে বড় আশা তৈরি হয়েছিল। প্রথম সেটই জেতেন।
দ্বিতীয় সেটে হারলেও তৃতীয় সেটে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল ভারতের সামনে। কিন্তু সেমির একমাত্র আট পয়েন্টের শটটা তখনই মারেন। ওই সেটটা কোরিয়ার ঝুলিতে না গেলে একটা সুযোগ তৈরি হত। সেটা আর হয়নি। তারপর চতুর্থ সেটটা জিতে ফাইনালে পৌঁছে যায় কোরিয়া।।
তিরন্দাজির সেমিফাইনালের লড়াই
১) প্রথম সেট: দক্ষিণ কোরিয়ার ঝুলিতে যায় ৩৬ পয়েন্ট। ভারত ৩৮ পয়েন্ট পায়। প্রথম সেট জেতে ভারত। ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।
২) দ্বিতীয় সেট: দ্বিতীয় সেটে হেরে গেল ভারত। ধীরাজ এবং অঙ্কিতারা ৩৫ পয়েন্টের বেশি তুলতে পারলেন না। অন্যদিকে ৩৮ পয়েন্ট তুলল দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় সেটের শেষে দক্ষিণ কোরিয়া ২-২ ভারত।
৩) তৃতীয় সেট: ফের হেরে গেল ভারত। দক্ষিণ কোরিয়া তুলল ৩৮ পয়েন্ট। ট্রেডমার্ক পারফরম্যান্স কোরিয়ার। কিন্তু শেষের শটে হতাশাজনক পারফরম্যান্স ধীরাজের। মাত্র আট মারেন। ফলে ৩৭ পয়েন্টে থেমে যায় ভারত। ধীরাজ যদি নয় মারতে পারতেন, তাহলে পয়েন্ট ভাগ হয়ে যেত। কিন্তু সেটা না হওয়ায় হেরে গেল। তৃতীয় সেটের শেষে দক্ষিণ কোরিয়া ৪-২ ভারত।
৪) চতুর্থ সেট: ৩৮ পয়েন্ট তুলল ভারত। আর কোরিয়া ছাপিয়ে গেল ভারতকে। ৩৯ পয়েন্ট তুলল। ফলে চতুর্থ সেটও জিতল কোরিয়া। আর ৬-২ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল।
সেমিফাইনালে পৌঁছেই ইতিহাস গড়েন ধীরাজ-অঙ্কিতা
কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেই ইতিহাস গড়ে ফেলেছিলেন ধীরাজ এবং অঙ্কিতা। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠল ভারতের কোনও তিরন্দাজি দল (বা তিরন্দাজ)।
অঙ্কিতার কলকাতার কানেকশন
১৯৯৮ সালের ১৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন অঙ্কিতা। তাঁর বয়স যখন ১০ ছিল, তখন ক্যালকাটা আর্চারি ক্লাব থেকে তিরন্দাজি শুরু করেন। তারপর টাটা তিরন্দাজি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। যিনি ২০২৩ সালের এশিয়ান গেমসের মহিলা রিকার্ভ টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।