প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ রুপোর পদক জেতার পর চারিদিকে প্রশংসিত হচ্ছেন ভারতের জ্যাভনিল থ্রোয়ার নীরজ চোপড়া। একই সঙ্গে পাকিস্তানের জ্যাভলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম স্বর্ণপদক জিতে খবরের শিরোনামে রয়েছেন। টানা দ্বিতীয় অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুটি অলিম্পিক্স পদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন। ছেলের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন নীরজ চোপড়ার মা। তবে এর মাঝেই পাকিস্তানি খেলোয়াড়কে নিয়ে বড় কথাও বলেছেন তিনি।
বর্তমানে নীরজ চোপড়া দেশের সবচেয়ে প্রিয় ক্রীড়াবিদদের একজন। তাঁকে দেখার জন্য ভারতের বিপুল সংখ্যক মানুষ জেগে উঠেছিল। তাকেও হতাশ করেননি নীরজ। স্বর্ণ না হলেও, রুপোর পদক জিতে তিনি আরও একটি বড় পদক যোগ করেছেন তার কিটিতে। তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে অ্যাথলেটিক্সে দুটি পদক জিতেছেন, পরপর দুটি অলিম্পিক্সে একটি সোনা এবং একটি রৌপ্য।
নীরজের মা সরোজ দেবীও ছেলের এই কৃতিত্বে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা খুব খুশি, আমাদের কাছে রুপোও সোনার সমান। যে সোনা নিয়েছে সেও আমাদের ছেলে। কঠোর পরিশ্রম করেই নিয়েছে। প্রতিটি খেলোয়াড়েরই দিন আছে। সে ইনজুরিতে পড়েছিল, তাই আমরা তার পারফরমেন্সে খুশি তিনি (নীরজ চোপড়া) এলে আমি তার পছন্দের খাবার রান্না করব।’ প্যারিস অলিম্পিকের রুপোর পদক জয়ী নীরজ চোপড়ার মাও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানি খেলোয়াড় আরশাদ নাদিমকে। তার এই বক্তব্য এখন আলোচনায়। একই সঙ্গে তিনি জানান, নীরজের ফিরে আসার পর তিনি তার পছন্দের খাবার রান্না করবেন।
আরও পড়ুন… ভিনেশ ফোগাটের হয়ে আইনের লড়াইয়ে নামবেন ভারতের প্রখ্যাত আইনজীবী! কখন শুরু হবে শুনানি?
এছাড়া আরশাদের স্বর্ণপদক জয়ে আনন্দ প্রকাশ করেছেন নীরজের বাবাও। তিনি বলেন, ‘আমরা চাপ দিতে পারি না। এটা প্রত্যেক খেলোয়াড়ের দিন, আজ আরশাদ নাদিমের দিন ছিল, আরশাদ সোনা জিততে পেরেছিল। আমরা দ্বিতীয় অলিম্পিকে জ্যাভলিনে পদক জিততে পেরেছি। এটা খুবই আনন্দের বিষয় যে। আমরা যুদ্ধ দিতে সাহায্য করতে পারি।’
২৬ বছর বয়সি নীরজ চোপড়ার দ্বিতীয় থ্রোটি ছিল তার একমাত্র বৈধ থ্রো যেখানে তিনি ৮৯.৪৫ মিটার থ্রো করেছিলেন যা এই মরশুমের তার সেরা থ্রো ছিল। এ ছাড়া তার পাঁচটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছিল। এর আগে তিনি টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছিলেন। এই ম্যাচে পাকিস্তানি অ্যাথলেট আরশাদ নাদিম একটি নতুন অলিম্পিক রেকর্ড তৈরি করেন এবং তার দ্বিতীয় থ্রো করেন ৯২.৯৭ মিটার। তিনি ৯১.৭৯ মিটারের ষষ্ঠ ও শেষ থ্রো করেন। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক্সের পর এটি পাকিস্তানের প্রথম অলিম্পিক পদক। এর আগে নীরজ চোপড়া সর্বদা আরশাদ নাদিমকে দশ ম্যাচে পরাজিত করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।