শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের হকিতে ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা। গোটা ম্যাচ কার্যত ১০ জনে খেলতে হয়েছে ভারতকে। তারপরেও দমে যাননি হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। গোল করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত নিজে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকার পরবর্তীতে ম্যাচ গিয়েছে পেনাল্টি শুট অফে। সেখানে গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারত চলে গিয়েছে সেমিফাইনালে।ভারতে সেমিফাইনালে যাওয়ার পিছনে অন্যতম নায়ক তাদের গোলরক্ষক পিআর শ্রীজেশও।আর ম্যাচ শেষে তাঁর স্ত্রীর প্রতি তাঁর আবেগী আচরণ মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই ভারতীয় খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরেন তাড়া। গোটা মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায় তাদের। দর্শকদের আদর, ভালোবাসা কুড়িয়ে নেন তারা। এখানেই শেষ নয় ক্যামেরার সামনে ভারতীয় খেলোয়াড়দের দেখা যায় তাদের ম্যাচ জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে। এই সময়েই ক্যামেরার সামনে নিজের স্ত্রীর প্রতি শ্রীজেশের আবেগী আচরণে মুগ্ধ সকলে। শ্রীজেশের স্ত্রীর নাম অনিশা। তাঁর স্ত্রীর নামটি তিনি তাঁর হকি স্টিকে লিখে রেখেছেন।
ম্যাচ জয়ের সেই মুহূর্তেও স্ত্রীকে ভোলেননি তিনি। ক্যামেরার সামনে তাঁর স্টিকে লেখা স্ত্রীর নামটি বারবার তিনি দেখিয়ে দেন। জয়ের উদযাপনের মাঝেও যে তিনি তাঁর স্ত্রীকে ভোলেননি তা বুঝিয়ে দেন তিনি।স্ত্রী যেন তাঁর অন্যতম শক্তির জায়গা কার্যত সেটাই তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন বলে অনেকে মনে করেছেন।
প্রসঙ্গত প্যারিস অলিম্পিক গেমস শুরুর আগেই এটা যে তাঁর শেষ অলিম্পিক গেমস তা জানিয়ে দিয়েছিলেন শ্রীজেশ। ঘটনাচক্রে তিনি গত টোকিও অলিম্পিক গেমসেও ভারতীয় দলের হয়ে খেলেছেন। গতবারেও ভারতীয় দল সেমিফাইনালে গিয়েছিল। যদিও সেবার হেরে গিয়ে ভারতীয় দল ব্রোঞ্জ পদকের ম্যাচে জিতে ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থেকেছিল। ৪১ বছর বাদে অলিম্পিক গেমসের হকিতে সেবার পদক পেয়েছিল ভারত। পরের অলিম্পিক গেমসেও ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। নির্ধারিত সময়ে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচ ১-১ ফলে ড্র থাকার পরে ভারত পেনাল্টি শুট অফে জেতে ৪-২ ফলে। এই শুট অফে ও শ্রীজেশ একটি দুরন্ত সেভ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।