প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাস গড়ল ভারত। টেবিল টেনিস মহিলা সিঙ্গেলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন মানিকা বাত্রা। ফ্রান্সের প্রীতিকা পাভাদকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন মানিকা বাত্রা। শেষ ৩২ রাউন্ডে মানিকা স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হন। প্রীতিকার পদমর্যাদা ছিল মনিকার উপরে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় বংশোদ্ভূত প্রীতিকা ১২ তম এবং মানিকা ১৮ তম স্থানে ছিলেন। তবে ভারতীয় খেলোয়াড় প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করেছিলেন।
আরও পড়ুন… TNPL 2024: নিজের জালে নিজেই ফাঁসলেন অশ্বিন! ভক্তদের কাছে নিয়মের বই খুলে বোঝালেন দুধ-জলের পার্থক্য
মানিকা বাত্রা এই ম্যাচে টানা ৪-০ ব্যবধানে জিতেছেন। তিনি ম্যাচটি ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে জিতেছিলেন। ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মহিলা খেলোয়াড় অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন। মনিকার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য আরও একটি পদকের আশা বাড়িয়েছে।
টানা ২ সেট হারার পর, ফরাসি খেলোয়াড় ফিরে আসার চেষ্টা করেন এবং মানিকার বিরুদ্ধে টানা চতুর্থ গেম পয়েন্ট বাঁচান। মানিকা বিরতি নেন এবং তারপর সেট জিতে আবার ফিরে আসেন। পুরো ম্যাচে মনিকার আক্রমণাত্মক খেলার কোনও জবাব ছিল না প্রতিপক্ষের খেলোয়াড় প্রীতিকা পাভাদের কাছে।
আরও পড়ুন… যদি তুমি ১০ এর বদলে ৩ ওভার বল করলে তো… কীভাবে ODI দলে ফিরবেন হার্দিক? শাস্ত্রীর পরামর্শ
মানিকা পরবর্তীতে হংকংয়ের ঝু চেংজু এবং জাপানের মিউ হিরানো ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। মানিকা কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন এবং এবার অলিম্পিক্সে তাঁর পদকের দিকে তাকিয়ে গোটা ভারত। মনিকা যে একটা পদক জিতবেই, এনটাই আশা করছে গোটা দেশ। তবে পদক জিততে হলে তাঁকে এখনও অনেকটা পথ যে যেতে হবে এবং সেই পথ যে খুব একটা সহজ হবে না তা বলা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।