শুভব্রত মুখার্জি: চলতি প্যারিস অলিম্পিক গেমসে ভারত ইতিমধ্যেই দুটি পদক জিতে ফেলেছে ভারতীয় দল। দুটি পদকই এসেছে শুটিং থেকে।জিতেছেন মনু ভাকের। ক্যামেরার সামনে থেকেছেন মনু। আর তাঁর পিছনে থেকে তাঁকে এই বড় মঞ্চের জন্য তৈরি করেছেন মুঙ্খবায়ার ডোর্জসুরেন। এই গল্পের নেপথ্য নায়িকা তিনি। মনুকে যখনই প্যারিসে শুটিং করতে দেখা গিয়েছে তখনই পিছনে দেখা গিয়েছে ডোর্জসুরেনকে। মনুকে সবসময়ে উৎসাহিত করতে দেখা গিয়েছে তাঁকে। স্ট্যান্ডে থাকা ভারতীয় সমর্থকদের মনুর জন্য গলা ফাটাতে উৎসাহিত করতে দেখা গিয়েছে তাঁকে। কে এই মুঙ্খবায়ার ডোর্জসুরেন? যিনি মনুর সাফল্যের পিছনে অন্যতম নেপথ্য নায়িকা। আসুন চিনে নেওয়া যাক একনজরে।
আরও পড়ুন… চিনের শীর্ষ বাছাইয়ের কাছে একপেশে হার, শেষ বক্সার নিখাত জারিনের Paris Olympics 2024-এর যাত্রা
মনু ভাকের দুটি ব্রোঞ্জ পেয়েছেন প্যারিসে। একটি পেয়েছেন ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে। অপরটি পেয়েছেন ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে। যেখানে তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোত সিং। নিঃসন্দেহে মনু ভাকেরের এই সাফল্যে তাঁর কৃতিত্ব সবথেকে বেশি। কিন্তু পিছনে থেকে তাঁকে সবসময়ে সঠিক পথে গাইড করেছেন যিনি তিনি হলেন মুঙ্খবায়ার ডোর্জসুরেন। এবারের ভারতীয় পিস্তল শুটিংয়ের যে স্কোয়াড এসেছে তার কোচ হিসেবে এসেছেন মুঙ্খ। তিনি নিজেই দুইবারের অলিম্পিক পদকজয়ী। তাঁর মা মঙ্গোলিয়ান, বাবা জার্মান। মঙ্গোল-জার্মান বংশোদ্ভূত মহিলার ছোঁয়াতে যেন বদলে গিয়েছেন ভারতীয় পিস্তল শুটাররা। এটাই প্রথমবার নয় যখন মুঙ্খ ভারতীয় শুটারদেরকে গাইড করছেন। তিনি এর আগে ২০১৮ সালে রানি সর্নওয়াতকেও গাইড করেছিলেন। সেই সময়ে ২০১৮ সালের এশিয়ান গেমসে রানিও সোনা জিতেছিলেন। ২০২২ সালে আইএসএসএফ আয়োজিত বিশ্বকাপের আসর বসেছিল কোরিয়াতে। সেই সময় থেকে ফের তিনি ভারতীয় দলের বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেন।
আরও পড়ুন… SL vs IND ODI: শুরুর আগেই শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা পেসার, দলে মালিঙ্গা ও সিরাজ
অলিম্পিক গেমস সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর অগাধ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে প্যারিসে কাজে লাগাতেই তাঁকে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হয় ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের তরফে। ঘটনাচক্রে মঙ্গোলিয়ার উলাবাতারে জন্ম হয়েছিল মুঙ্খের। তিনি খেলোয়াড় হিসেবে ১০ এবং ২৫ মিটার এয়ার পিস্তলে প্রতিযোগিতা করতেন। প্রসঙ্গত প্যারিসে এই দুই বিভাগেই লড়ছেন তাঁর ছাত্রী মনু ভাকের। মুঙ্খ ছটি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। মঙ্গোলিয়ার হয়ে ১৯৯২, ১৯৯৬ এবং ২০০০'র অলিম্পিক গেমসে তিনি অংশ নেন। ১৯৯২ গেমসে তিনি বার্সেলোনাতে ২৫ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান। ১৯৯৮ সালে মঙ্গোলিয়ার হয়ে শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন তিনি। এরপর জার্মানির নাগরিকত্ব নেওয়ার পরে তাদের হয়ে তিনি ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক, ২০০৮ এবং ২০১২'র গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশ নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।