প্যারিস অলিম্পিক ২০২৪ রবিবার, ১১ অগস্ট শেষ হয়েছে। সেই সঙ্গে অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে। পরবর্তী অলিম্পিক্সের আসর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিক্সে ভারত একটি রুপো সহ মোট ৬টি পদক জিতেছে। প্যারিসে ২টি পদক জয়ী মনু ভাকের এবং হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন। দুই খেলোয়াড়ের হাতে ভারতের তেরঙ্গা ছিল। ভারতের মোট ১১৭ জন খেলোয়াড় অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন।
রবিবার-সোমবার মধ্যবর্তী রাতে স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি ঘটে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। টনি এস্টানগুয়েট বলেছিলেন যে এটি অলিম্পিক্স গেমসের শেষ নয়, উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি। খেলা চলবে। টমাস বাখ লস অ্যাঞ্জেলেসের মেয়রের হাতে অলিম্পিক পতাকা তুলে দেন।
আরও পড়ুন… এগিয়ে গিয়েও জর্জের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান! জটিল হল CFL 2024-র সুপার সিক্সের অঙ্ক
কী হল সমাপনী অনুষ্ঠানে?
তিন ঘণ্টা ধরে চলে প্যারিস অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠান। এটি একটি ফরাসি গান দিয়ে শুরু হয়েছিল। এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক। এরপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল, কিউমিস্কি এবং র্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্সে পারফর্ম করেছেন। এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন আমেরিকার জাতীয় সঙ্গীত গেয়েছেন।
পারফর্ম করেছেন টম ক্রুজও
অনুষ্ঠানে পারফর্ম করেন হলিউড তারকা টম ক্রুজও। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে সেই পতাকা নিয়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি ইতিমধ্যেই শ্যুট করা হয়েছিল)। তারপর তিনি অলিম্পিক রিংগুলির ঝলক দেখালেন। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার মহান রানার মাইকেল জনসনের হাতে। অনুষ্ঠান শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরও পড়ুন… PAK vs BAN Test: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ শুনে রেগে লাল শান মাসুদ! কী বললেন পাকিস্তান অধিনায়ক?
‘গোল্ডেন ভয়েজার’ অ্যাক্টের মাধ্যমে দেখানো হয়েছে অলিম্পিক ইতিহাস
অলিম্পিক অনুষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠান চলাকালীন, এমন একটা সময় এসেছিল যখন স্টেডিয়ামে সম্পূর্ণ অন্ধকার ছিল… এবং তারপর খেলোয়াড়রা তাদের মোবাইল ফোন থেকে শুভেচ্ছা বাতি জ্বালিয়েছিল। এর পর শুরু হয় লাইট শো। এই লাইট শোয়ের থিম ছিল ‘গোল্ডেন ভয়েজার’। এই শোতে একটি কাল্পনিক গল্প সামনে রাখা হয়েছিল। একজন ভ্রমণকারী, গোল্ডেন ম্যান, যার পুরো শরীর সোনার তৈরি। তিনি বিশ্ব সফরে বেরিয়েছেন। তিনি গ্রীসে পৌঁছান, যেখানে ২৮০০ বছর আগে অলিম্পিক গেমস শুরু হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানে ইতিহাস
অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো সমাপনী অনুষ্ঠানে শেষ পদক দেওয়া হয় যেটি ছিল মহিলাদের ম্যারাথন। এর আগে পুরুষ বিভাগে এই পদক দেওয়া হয়েছিল। পুরো স্টেডিয়ামে উপস্থিত খেলোয়াড় ও ম্যানেজমেন্টের লোকজন প্যারিস অলিম্পিক ২০২৪ গেমসে কর্মরত স্বেচ্ছাসেবকদের সম্মান জানান এবং দাঁড়িয়ে স্লোগান দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।