ব্যক্তিগত অলরাউন্ডে সোনা জেতার পর শনিবার প্যারিস অলিম্পিক্সে নিজের তৃতীয় সোনার পদক জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনে বাইলস। সিমোনে বাইলস ভল্টে সোনা জিতলেন। প্যারিস অলিম্পিক্সে পাঁচ দিনের মধ্যে এটি তাঁর তৃতীয় স্বর্ণপদক। বাইলস ফেভারিটদের মধ্যে ফাইনালে প্রবেশ করেন, কিন্তু ব্রাজিলের রেবেকা আন্দ্রেদের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন, যিনি টোকিও অলিম্পিক্সে ইভেন্টে সোনা জিতেছিলেন এবং তিনিই একমাত্র জিমন্যাস্ট যিনি কখনও আমেরিকান সুপারস্টারকে ‘স্ট্রেস আউট’ করেছেন।
আরও পড়ুন… আমি এই প্রজন্মের কাছে ধনরাজ পিল্লাই- কেন এমন বললেন ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশ
স্ট্রেস বা না, বাইলস বারসি এরেনায় একটি অত্যাশ্চর্য পারফরম্যান্স করেন। তিনি ১৫.৭০০ স্কোর অর্জন করেছেন, তার নামের ভল্টটি ইয়ুরচেঙ্কো ডাবল পাইক, বা বাইলস II, মহিলাদের জিমন্যাস্টিকসের সবচেয়ে কঠিন ভল্ট করে সোনা জেতেন সিমোনে বাইলস। পাঁচ দিনে তিনটি স্বর্ণপদক সহ, বাইলস তাঁর অলিম্পিক্স পদকের সংখ্যা সাতটি সোনা সহ মোট দশে পৌঁছে নিয়ে গিয়েছেন। ইতিহাসে যে কোনও আমেরিকান জিমন্যাস্টের চেয়ে বেশি অলিম্পিক্স পদক জিতেছেন সিমোনে বাইলস। এবং মনে করা হচ্ছে ভবিষ্যতে আরও পদক জিততে পারেন বাইলস। রবিবার ব্যালেন্স বিম ফাইনাল এবং সোমবার ফ্লোর এক্সারসাইজ ফাইনালের সঙ্গে তার অলিম্পিক্স যাত্রা শেষ হবে। বিশেষজ্ঞরা মনে করেন আরও কয়েকটি পদক জিততে পারেন সিমোনে বাইলস।
অলিম্পিক্সে এদিন সপ্তম সোনা জেতেন জিমন্যাস্ট সিমোনে বাইলস। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে প্রথমবার পদক জেতেন। সে বার টিম ইভেন্ট, অলরাউন্ড ইভেন্ট, ভল্ট ইভেন্ট এবং ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সোনা জিতেছিলেন বাইলস। এবারের অলিম্পিক্সে এখনও পর্যন্ত টিম ইভেন্ট, অলরাউন্ড ইভেন্ট এবং ভল্ট ইভেন্টে সোনা জিতলেন এই জিমন্যাস্ট। অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টদের মধ্যে সবচেয়ে বেশি পদক জিতেছেন বাইলসই। তিনি টোকিও অলিম্পিক্সে টিম ইভেন্টে এবং ব্যালান্স বিম ইভেন্টে রুপো জেতেন। রিও অলিম্পিক্সেও ব্যালান্স বিম ইভেন্টে রুপো জেতেন এই জিমন্যাস্ট। অলিম্পিক্সে মোট ১০টি পদক জিতেছেন এই জিমন্যাস্ট। চলতি অলিম্পিক্সে তৃতীয় সোনা জয়ের পর সিমোনে বাইলস বলেছেন, ‘আমি ভল্ট ভালোবাসি। কারণ, সারা বিশ্বে খুব বেশি মানুষ এই পর্যায়ে এটা করতে পারে না।’
আরও পড়ুন… আজ সেই ৩ অগস্ট- ১২ বছর আগে মনু ভাকেরের মতোই পদক হাতছাড়া হয়ে ছিল! মনে করালেন জয়দীপ কর্মকার
জিমনাস্টিক্স মানেই আগে বলা হতো রোমানিয়ার নাদিয়া কোমানিচির কথা। তিনি একটা সময় জিমনাস্টিক্সের ম্যাজিক পারফেক্ট টেন করেছিলেন। কিন্তু তিনি যা পারেননি, ছোটখাটো কৃষ্ণাঙ্গ মার্কিন তরুণী সেটাই করে দেখাচ্ছেন। তিনি অলিম্পিক্সে মোট সাতটি সোনার পদক জিতলেন। এই কৃতিত্ব এখনও পর্যন্ত কারোর নেই। একমাত্র সাঁতারের মাইকেল ফেলপস সেটি পেয়েছেন। প্যারিসে সোনার পদক জয়ের পরে আগেই বাইলস গলায় পরে নিয়েছিলেন ৫৪৬টি হিরে দিয়ে তৈরি করা গোট লকেট। কেন তিনি এই লকেটটি পরেছেন সেটা আবারও প্রমাণ করলেন সিমোনে বাইলস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।