বৃহস্পতিবার রাতে পাকিস্তানের আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনালে দ্বিতীয় থ্রো-তেই সোনা পাকা করে ফেলেছিলেন। ৯২.৯৭ মিটার ছুড়েই বাজিমাত করে ফেলেন পাকিস্তানের তারকা। আর এর পরেই চাপে পড়ে যান নীরজ চোপড়া। তবে ভারতীয়রা আশা করেছিল যে, নীরজ আরশাদকে টপকাতে পারবেন। কিন্তু এবার আর সেই লক্ষ্যে পূরণ করতে পারেননি নীরজ চোপড়া। তিনি চারটি থ্রো-তেই ফাউল করে বসেন। দ্বিতীয় প্রয়াসে নীরজ ৮৯.৪৫ মিটার ছুড়েছিলেন। যার হাত ধরে নীরজ রুপো পান। ২০১৬ সালের পর নাদিমের কাছে এটাই প্রথম হার নীরজের।
আরও পড়ুন: ২১ বছর ২৪ দিন বয়সে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস আমনের, ভাঙলেন ৮ বছর আগের সিন্ধুর রেকর্ড
নীরজ সোনা মিস করার পর, নিজের চোট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘যখন আমি আমার থ্রোয়ের জন্য প্রস্তুত হই, তখনই আমার ৭০-৮০% ফোকাস চোটের দিকে ছিল। আমি এই চোট আরও বাড়াতে চাই না। তবে এতে আমার গতি কমে যায়, তখন আমি নিজেকে ধাক্কা দিতে শুরু করি। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ডাক্তার আমাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমার হাতে সময় ছিল না। অলিম্পিক্সের আগেও অস্ত্রোপচার করতে পারিনি। তবে (এখন) আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, এ বার।’
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রুপো জয়ের পর দাবি করেছেন, চোট না থাকলে, তাঁর থ্রো আরও চার মিটার দূরে যেতে পারত। এবার নীরজ অলিম্পিক্সে সোনা না জিতলেও, তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় অ্যাথলিট বলে মনে করেন ভারতীয়রা। নীরজ বলেছেন, ‘আমার মধ্যে এখনও অনেক ভালো নিক্ষেপ বাকি আছে। আমার শরীর সঙ্গ দেয়নি। আমি নিজেও জানি না, কীভাবে এত দূর পৌঁছলাম।’
নিজের চোট নিয়ে কথা বলতে গিয়ে নীরজ বলেছেন, ‘এটি ২০১৭ সাল থেকেই ছিল। আমি প্রথম বার কুঁচকিতে ব্যথা অনুভব করেছিলাম তখন। এবং তার পরে আমি অনেক চিকিৎসা করেছি। এই বছরের শুরুতে, সব কিছু নিখুঁত ছিল। হয়তো (আমাকে) অস্ত্রোপচার করতে হবে… আমি আমার দলের সঙ্গে কথা বলব এবং তার পর সিদ্ধান্ত নেব।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘সাধারণত আমরা প্রতিটি সেশনে ৪০-৫০টি থ্রো করি। কিন্তু আমার ক্ষেত্রে চোটের করাণ এবার ভয়ের চোটে সেশনটি প্রতি দুই বা তিন সপ্তাহে একবার ঘটছিল। যতক্ষণ না আপনি নিক্ষেপ করছেন, আপনি জ্যাভলিন নিয়ে কাজ করছেন না, তার পরে এটি তোলা খুব কঠিন। কিন্তু এখন আমি নিক্ষেপ করছি, কারণ আমার বিশ্বাস ছিল।’ চ্যাম্পিয়ন বলেছেন যে, তিনি বড় থ্রো পরিচালনা না করা পর্যন্ত বিশ্রাম নেবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।