Paris 2024 Olympics: পুরুষদের রিকার্ভ আর্চারিতে ভারতের যাত্রা শেষ, ধীরজ, তরুণদীপের পর বিদায় প্রবীণেরও
Updated: 01 Aug 2024, 05:44 PM ISTপ্রবীণ যাদব টোকিয়ো অলিম্পিক্সে তাও দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। কিন্তু প্যারিস ২০২৪-এ আরও খারাপ পারফরম্যান্স করলেন। প্যারিস ২০২৪ অলিম্পিক্সের ষষ্ঠ দিনে চিনের কাও ওয়েনচাও-এর কাছে ০-৬ হেরে পুরুষদের ব্যক্তিগত তীরন্দাজ ইভেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন প্রবীণ।
পরবর্তী ফটো গ্যালারি