রবিবার অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের সামনে পদক জয়ের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা সত্যি হয় শেষমেশ। শুটিং থেকে দেশকে পদক এনে দেন মনু ভাকের। বাকি কারা পদক জয়ের আশা বাড়ালেন, কারা পৌঁছলেন পরের পর্বে, বা কাদের অলিম্পিক্সের লড়াই শেষ হয়ে গেল, এক নজরে দেখে নিন যাবতীয় ফলাফল:
শুটিং থেকে এল পদক
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন হরিয়ানার কন্যা। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল তাঁর।
শুটিংয়ের বাকি ফল
রমিতা জিন্দল শুটিং থেকে পদক জয়ের আশা বাড়িয়েছেন। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন তিনি। প্রাথমিক রাউন্ডে রমিতা পঞ্চম স্থানে শেষ করেছেন।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন অর্জুন বাবুতা। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেছেন তিনি। ৬৩০.১ স্কোর করেন।
একই ইভেন্টে ভারতের সন্দীপ সিং দ্বাদশ স্থানে শেষ করেন। তিনি ফাইনালে উঠতে পারেননি। পদকের লড়াইয়ে জায়গা করে নিতে পারেননি ভারতের আর এক প্রতিযোগী এলাভেনিল ভালারিভান।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
ব্যাডমিন্টনের ফল
সহজ জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করেছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২১-৯, ২১-৬ ব্যবধানে তিনি হারান মলদ্বীপের ফতিমাথ মাবাহাকে।
এছাড়াও প্রথম ম্যাচ জিতেছেন এইচএস প্রণয়। হারিয়ে দিয়েছেন ফ্যাবিয়ান রথকে। ২১-১৮, ২১-১২ স্কোরে জিতেছেন তিনি।
বক্সিংয়ের ফল
মেয়েদের ফ্লাইওয়েট বিভাগে জয় দিয়ে শুরুটা করলেন নিখাত জারিন। জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারকে ৫-০ স্কোরে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন নিখাত।
তিরন্দাজির ফল
মহিলাদের বিভাগে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৬-০ স্কোরে উড়ে গেলেন ভারতের মেয়েরা। ভজন কৌর, অঙ্কিতা ভকত এবং দীপিকা কুমারী রীতিমতো নিরাশ করলেন। পর পর তিনটি সেটেই হেরে যায় ভারত। ফলে চতুর্থ সেট খেলার প্রয়োজনই হয়নি।
টেনিসের ফল
সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে বসলেন সুমিত নাগাল। ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াই শেষে ফ্রান্সের কোরেন্টিন মৌতেতের কাছে ২-৬, ৬-২, ৭-৫ গেমে হারলেন ভারতের টেনিস তারকা।
পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহান বোপান্না এবং এন শ্রীরাম বালাজি জুটি ৭-৫, ৬-২-এ হেরেছেন ফ্রান্সের গেইল মনফিলস এবং এডুয়ার্ড রজার-ভ্যাসেলিন জুটির কাছে।
টেবল টেনিসের ফল
শুরুতেই ২৫ বছরের সৃজা আকুলা হারিয়ে দেন সুইডেনের ক্রিস্টিনা কলবার্গকে। সৃজা জেতেন ১১-৪, ১১-৯, ১১-৭, ১১-৫-এ।
মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন মনিকা বাত্রাও। প্রথম রাউন্ডে তিনি ৪-১ গেমে হারালেন গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সেকে। মনিকার পক্ষে ম্যাচের ফল ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১, ১১-৫।
তবে মেয়েরা জয় দিয়ে অভিযান শুরু করলেও, হেরে গেলেন শরৎ কমল। স্লোভেনিয়ার ডেনি কজুলের বিরুদ্ধে হারলেন তিনি। খেলার ফল কজুলের পক্ষে ১০-১২, ১১-৯, ১১-৬, ১১-৭, ৮-১১, ১২-১০।
আরও পড়ুন: সাধারণ মানের, জঘন্য… ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক বিতর্কের আগুনে ঘি যোগ জ্বলার
ফ্রান্সের ফেলিক্স লেব্রানের কাছে পরাজিত হলেন হরমিত দেশাই। ফেলিক্সের পক্ষে ম্যাচের ফল ১১-৮, ১১-৮, ১১-৬, ১১-৮, ১১-৪।
রোয়িংয়ের ফল
দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠলেন বলরাজ পানওয়ার। রেপেশাজে ৭ মিনিট ১২.৪১ সেকেন্ড সময় নেন তিনি।
সাঁতারের ফল
প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেল ভারতের দুই সাঁতারুর চ্যালেঞ্জ। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে শ্রীহরি নটরাজন ৩৩ নম্বরে শেষ করেন। মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ বছরের দিনিধি দেসিঙ্গু শেষ করেছেন ২৩ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।