প্যারিস অলিম্পিক্সের বক্সিং রিংয়ে ফের বিতর্ক দানা বাঁধল। বিতর্কিত কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মার্কো ভার্দের কাছে ৪-১ পরাজিত হন নিশান্ত দেব। এই ম্যাচ নিয়ে তোলপাড় হচ্ছে। বলা হচ্ছে, নিশান্ত প্রতারণার শিকার হয়েছেন। আসলে, প্রথম রাউন্ড নিশান্তের পক্ষে ছিল, কিন্তু দ্বিতীয় রাউন্ডে, দুই বিচারক নিশান্তের পক্ষে এবং তিন জন বিচারক মার্কোর পক্ষে ছিলেন। তৃতীয় রাউন্ডে দু'জনের মধ্যে কঠিন লড়াই হয়। নিশান্ত কিছু স্পষ্ট ঘুষি মেরেছিলেন, কিন্তু তা সত্ত্বেও, পাঁচ বিচারকই মার্কোকে ১০-১০ স্কোর দেন এবং নিশান্ত ম্যাচটি হেরে যান। সেই সঙ্গে পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিশান্ত দেবের হারের পর ভারতের একটি পদক জয়ের আশা শেষ হয়ে যায়।
আরও পড়ুন: টেনিসটা এমনিতে কখনও পছন্দই করিনি… সোনালী অধ্যায়ের সমাপ্তি টেনে, অবসরের দিনে রসিকতা মারের
অলিম্পিক্সের পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। মেক্সিকোর মার্কো ভার্দের থেকে সব ক্ষেত্রে নিশান্ত এগিয়ে ছিলেন বলে দাবি তাঁর। এমন কী বলিউডের অভিনেতা রণদীপ হুডাও প্রতারণার অভিযোগ করেছেন। তবে নিশান্তের কোচ সুরিন্দর কুমার আশ্চর্য রকম ভাবে এই বিষয়ে নিরুত্তাপ। তিনি প্রতিবাদের রাস্তায় না হেঁটে, নিশান্তের এই পারজয়কেই মেনে নিয়েছেন।
কী বললেন নিশান্তের কোচ
নিশান্ত দেবের ব্যক্তিগত কোচ সুরিন্দর কুমার বলেছেন, ‘এটা হারটা ছিল হৃদয় বিদারক। আমাদের চোখ ছিল সোনার দিকে। এই ম্যাচে আমরা এগিয়ে ছিলাম এবং নিশান্তও ভালো শুরু করেছিল। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। এবং কিছু সিদ্ধান্তও আমাদের পক্ষে ছিল না এবং কিছুটা ভুলও হয়েছে। তবে আমরা কোনও প্রতিবাদ বা অভিযোগ করব না।’
আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্ড তিন পদক
তিনি আরও বলেন, ‘নিশান্ত এর আগেও এই প্রতিপক্ষকে হারিয়েছে। অনেক কিংবদন্তিকে ও পরাজিত করেছে অনুশীলনে। এই ম্যাচেও এগিয়ে ছিল নিশান্ত। ও প্রথম রাউন্ডে দুর্দান্ত শুরু করেছিল। দ্বিতীয় রাউন্ডে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে সিদ্ধান্ত ওর পক্ষে ছিল না। তৃতীয় রাউন্ডে মেক্সিকান প্রতিপক্ষের আধিপত্য ছিল। নিশান্ত এখনও তরুণ এবং ওর যাত্রা পথ এখনও অনেক লম্বা। আমাদের পরবর্তী লক্ষ্য লস অ্যাঞ্জেলেস।’
ক্ষোভ প্রকাশ করেন বিজেন্দ্র
২০০৮ সালের অলিম্পিক্সে পদকজয়ী বিজেন্দ্র বিচারকদের রায় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন অলিম্পিক্সের পয়েন্টের পদ্ধতি নিয়েও। বিজেন্দ্র নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি জানি না, অলিম্পিক্সের স্কোরিং সিস্টেম ঠিক কী রকম, তবে দু'জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নিশান্ত দুর্দান্ত লড়াই করেছে।’
রণদীপ হুডা হতাশা প্রকাশ করেছেন
বলিউড তারকা রণদীপ হুডা সোশ্যাল মিডিয়ায় আবার লিখেছেন, ‘নিশান্তই জিতেছে... এই স্কোরিং কী? ওর পদক তো লুট করে নেওয়া হয়েছে, তবুও , মন জয় করেছে নিশান্ত... দুঃখ হচ্ছে! আরও অনেক পদক আসবে!’
নিশান্ত হয়তো নিজেও ভাবতে পারেননি যে, বিচারকদের সিদ্ধান্ত তাঁর বিপক্ষে যাবে। নিশান্তের হারে বক্সিংয়ে ভারতের বড় আশা ভাঙল। এদিকে রবিবার টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী লভলিনাও হেরে যাওয়ায়, বক্সিং থেকে এবার যেন শুধুই হতাশা সঙ্গী ভারতের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।