কুস্তির বিশ্বব্যাপী সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর (ইউডব্লিউডব্লিউ) প্রধান নেনাদ লালোভিচ বলেছেন, প্যারিস অলিম্পিক্স থেকে ভিনেশ ফোগটের অযোগ্যতার বিষয়ে আর কিছুই করা যাবে না। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। আর তাতেই স্বপ্নভঙ্গ হয় ভিনেশ সহ গোটা দেশের।
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস লিখেছিলেন ভিনেশ। বুধবারই সোনার লড়াইয়ে তাঁর নামার কথা ছিল আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্টের বিরুদ্ধে। কিন্তু সব স্বপ্ন ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের জন্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
কী বললেন বিশ্ব কুস্তি সংস্থার প্রধান?
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) ফোগটকে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর কাছে একটি আবেদন করেছিল। আইওএ এক বিবৃতিতে বলেছে, ‘রাতের মধ্যে দলের সেরা প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে ভিনেশের ওজন ৫০ কেজির বেশি হয়েছে।’ আইওএ সভাপতি পিটি উষা বলেছেন যে, ভিনেশ ফোগটের অযোগ্যতা ‘খুবই মর্মান্তিক’ ঘটনা।
ইউডব্লিউডব্লিউ প্রধান লালোভিচ প্যারিসে ভারতীয় সাংবাদিকদের বলেন, ‘আমার হাতে ভারতের আবেদনের প্রেক্ষিতে করার কিছুই নেই। তবে আমি ফলাফল জানি। আমি এমন কিছু দেখতে পাচ্ছি না, যা করা যেতে পারে। এটি প্রতিযোগিতার নিয়ম এবং আমি সত্যিই মনে করি না যে, সিদ্ধান্ত বাতিল করা কোনও ভাবে সম্ভব হবে।’
আরও পড়ুন: ষড়যন্ত্র… বলছেন ভিনেশের কোচ মহাবীর এবং শ্বশুর, চোখের জল আটকাতে পারলেন না বাবা
লালোভিচ আন্তর্জাতিক রেসলিং নিয়মকে হাইলাইট করেছেন, যা যে কোনও রেসলারকে ওজনে ব্যর্থ হওয়ার পর প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করে। তিনি দাবি করেছেন, ‘আমাদের নিয়মগুলিকে সম্মান করতে হবে। নিয়ম হল নিয়ম। আমি ওর জন্য খুবই দুঃখিত। খুব সামান্য ওর ওজন বেশি ছিল। ওজন করার প্রক্রিয়াটি সর্বজনীন, সমস্ত কুস্তিগীরকে এই নিয়ম মানতে হয়। ওয়েট-ইন পাস না করা কুস্তিগীরকে অংশগ্রহণ করতে দেওয়া অসম্ভব।’
আরও পড়ুন: ভিনেশের প্রস্থানের পর হতাশ করলেন অন্তিমও, ৫৩ কেজিতে মাত্র ১০০ সেকেন্ডে শেষ হল লড়াই
বিনেশকে রূপা দেওয়াও অসম্ভব
লালোভিচকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, ভিনেশকে রুপোর পদকের জন্য বিবেচনা করা সম্ভব কিনা, কারণ তিনি ফাইনালে পৌঁছানোর জন্য মঙ্গলবার ওজন ঠিক রেখেই সব লড়াই জিতেছেন, তখন বিশ্ব কুস্তি সংস্থার প্রধান দাবি করেছেন যে, এটি ‘অসম্ভব’। কারণ নিয়ম এটির অনুমতি দেয় না।
লালোভিচ বলেছেন, ‘অসম্ভব (তিনি ফাইনালে পৌঁছেছেন বলে, তাকে পদক দেওয়া)। কারণ বন্ধনী পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। এবং যাইহোক, নিয়মগুলি নিয়ম। প্রত্যেকে সবটা জানে। সকলে জানে যে, দ্বিতীয় দিনও ওজন করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।