বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: আলকারাজকে অলিম্পিক্সে হারিয়ে অবশেষে গোল্ডেন স্লাম পূরণ জোকোভিচের

Paris 2024 Olympics: আলকারাজকে অলিম্পিক্সে হারিয়ে অবশেষে গোল্ডেন স্লাম পূরণ জোকোভিচের

অবশেষে স্বপ্নপূরণ জোকারের, আলকারাজকে হারিয়ে অলিম্পিক্সে হল গোল্ডেন স্লাম, সঙ্গে নিলেন মধুর প্রতিশোধও। ছবি: রয়টার্স

Novak Djokovic Wins First Ever Olympics Gold Medal:  এর আগে জোকোভিচ রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন। তবে অলিম্পিক্সে ব্রোঞ্জ পেলেও, সোনা পাওয়া হয়নি। সেই আক্ষেপ অবশেষে মিটল জোকারের। ছ'বারের প্রচেষ্টায় প্রথম বার অলিম্পিক্সে সোনা জিতলেন তিনি। তার পর স্বপ্ন পূরণের আনন্দে ভাসলেন চোখের জলে।

অবশেষে স্বপ্ন পূরণ। সার্বিয়া তারকা টেনিস প্লেয়ার নোভক জোকোভিচ অবশেষে যেন অধরা মাধুরী স্পর্শ করলেন। অলিম্পিক্সে সোনা না পাওয়ার আক্ষেপটা পূরণ করে ফেললেন পুরুষদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে টেনিসে পুরুষদের সিঙ্গলস ইভেন্টে সোনা জিতে নিজের স্বপ্ন পূরণ করলেন জোকার। সেই সঙ্গে তিনি স্পেনের কার্লোস আলকারাজকে পরাজিত করে, এক মাসেরও কম সময়ের মধ্যে উইম্বলডনের ফাইনালে হারের প্রতিশোধও নিয়ে ফেললেন।

আরও পড়ুন: পরের বার সোনার দাবীদার লক্ষ্য, আগাম দাবি অ্যাক্সেলসেনের, বোঝালেন ভারতীয় শাটলারের এবারের হারের কারণ

রবিবার (৪ অগস্ট) ফিলিপে শাঁতিয়ের কোর্টে রোমাঞ্চকর টেনিসের ফাইনালে আলকারাজকে ৭-৬ (৩), ৭-৬ (২)-এ হারিয়ে দেন জোকোভিচ। সেই সঙ্গে জোকার তাঁর ক্যারিয়ারে প্রথম বারের মতো অলিম্পিক্সে সোনা জিতলেন। এর আগে তিনি রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন। কিন্তু অলিম্পিক্সে সোনা ছিল অধরা। ব্রোঞ্জ পেলেও, সোনা পাওয়া হয়নি। সেই আক্ষেপ অবশেষে মিটল কিংবদন্তি টেনিস প্লেয়ারের। ছ'বারের প্রচেষ্টায় প্রথম বার অলিম্পিক্সে সোনা জিতলেন জোকোভিচ। এদিকে আলকারাজ তাঁর প্রথম অলিম্পিক্স থেকে রুপো জিতেই সন্তুষ্ট থাকলেন।

আরও পড়ুন: নিশান্তের সঙ্গে সত্যিই প্রতারণা হয়েছে? বিজেন্দ্র, রণদীপ হুডাদের পর মুখ খুললেন ভারতীয় বক্সারের কোচ

টেনিসে এমন কোনও গ্র্যান্ড স্লাম নেই, যা জোকার একাধিক বার জেতেননি। গোটা বিশ্বের কার্যত সব প্রতিযোগিতাই জিতেছেন জোকোভিচ। অধরা থেকে গিয়েছিল শুধু অলিম্পিক্সের সোনা জয়। ৩৭ বছর বয়সে সেই গোল্ডেন স্লাম পূরণ করে ফেললেন জোকার। আর সোনা জেতার পর ভাসলেন চোখের জলে। কারণ তাঁর কাছে এটাই শেষ সুযোগ ছিল। কারণ এর চার বছর পর আর জোকারের পক্ষে অলিম্পিক্সে অংশ নেওয়াটাই সম্ভব হবে না। তাই রোলাঁ গারোয় নিজেকে সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন জোকোভিচ। তার ফলও পেয়েছেন।

আরও পড়ুন: চোট পেয়ে কার্যত জেতা ম্যাচ থেকে নাম প্রত্যাহার,কেঁদে ভাসালেন রিও গেমসে সোনাজয়ী, ভাগ্য ভালো সিন্ধুকে হারানো চিনা শাটলারের

এই জয়ের পাশাপাশি অলিম্পিক্সের ইতিহাসে নোভক একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন। ৩৭ বছর বয়সি জোকার অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসাবে ওপেন এরায় সোনার পদক জিতলেন। আলকারাজের বিরুদ্ধে লড়াইটা কিন্তু সহজ ছিল না তাঁর। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই তারকার মধ্যে। দু'জনের কেউই এই ম্যাচে কারও সার্ভিস ব্রেক করতে পারেননি। দু'টি সেটই গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে দু' সেটেই জোকোভিচ জয় ছিনিয়ে নেন।

কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্রিসের স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে ম্যাচে পুরনো হাঁটুর চোটই ফিরে এসেছিল। তবু জোকোভিচ ব্যাথার ইঞ্জেকশন নিয়ে সেই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠেন। শেষ চারে লরেঞ্জো মুসেত্তিকে উড়িয়ে প্রথম বার অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন সার্বিয়ান তারকা। তার আগে দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদালেরও মুখোমুখি হতে হয়েছিল। কঠিন সব বাধা পেরিয়ে, অবশেষে শেষ পর্বে আলকারাজকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করে ফেললেন জোকার। আর এই সোনা জয়ের সঙ্গে ক্যারিয়ারের একটি বৃত্ত যেন সম্পূর্ণ হল নোভক জোকোভিচের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI ঝাড়খণ্ডে বাংলাদেশী ঢুকছে, অভিযোগ মোদীর, প্রমাণ দিতে বলল শাসক জেএমএম মতপার্থক্য আছে কিন্তু….কুণালের অডিয়ো ফাঁস' নিয়ে সাফাই জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ব্যবস্থা হিজাব নেই কেন? তরুণীদের মারধর বাংলাদেশে, ছেড়ে দিতে আকুতি, আটক মাদ্রাসার ছাত্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.