প্রবীণ কুমার শুক্রবার চলতি প্যারিস প্যারালিম্পিক্সের পুরুষদের হাই জাম্প T64 ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। তার জয়ের সঙ্গে, ভারত টোকিওর পাঁচটি সোনার পদককে ছাপিয়ে গিয়েছে। এদিনে প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর মঞ্চে এবার ভারতকে গর্বিত করলেন দেশের এক সৈনিক। হোকাতো হোতোঝে সেমা পুরুষদের শট পুট F57 ইভেন্টে তার জীবনের সেরা পারফরম্যান্স করলেন এবং দেশের জন্য জিতলেন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক। এর ফলে প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর পদক টেবিলে ভারত এখনও পর্যন্ত ছয়টি সোনা, ৯টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ সহ মোট ২৭টি পদক জিতেছে। ভারত রয়েছে ১৭ নম্বর স্থানে। যদিও ইরানের ঝুলিতে রয়েছে মোট ২২টি পদক। তাদের পকেটে রয়েছে ৬টি সোনা, কিন্তু ১০টি রুপোর কারণে ইরান এই মুহূর্তে ১৬ নম্বর স্থানে পৌঁছে গিয়েছে। প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ এর নবম দিন থেকে ভারতীয় দলের সমস্ত ফলাফল এখানে রয়েছে:
আরও পড়ুন… Duleep Trophy 2024: দাদাদের ওপর দাপট ১৯ বছরের মুশিরের, ভাঙলেন সচিনের ৩৩ বছরের পুরনো রেকর্ড
নবম দিনে ভারতীয় ফলাফল - ৬ সেপ্টেম্বর-
প্যারা ক্যানো
পুরুষদের কায়াক একক 200 মিটার - KL1 হিটস - যশ কুমার - ষষ্ঠ - 1:03.27
মহিলাদের ভায়া একক 200 মিটার - VL2 হিটস - প্রাচী যাদব - চতুর্থ - 1:06.83
মহিলাদের কায়াক একক 200 মিটার - KL1 হিটস - পূজা ওঝা - পঞ্চম - 1:06.09
প্যারা অ্যাথলেটিক্স
মহিলাদের 200 মিটার T12 রাউন্ড 1 - সিমরান - প্রথম - 25.41 সেকেন্ড
পুরুষদের জ্যাভলিন থ্রো F54 ফাইনাল - দীপেশ কুমার - সপ্তম - 26.11 মি
পুরুষদের 400 মিটার T47 রাউন্ড 1 - দিলীপ মহাদু গাভিত -তৃতীয় - 49.54 সেকেন্ড
আরও পড়ুন… আর কত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন জোস বাটলার? ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণী
পুরুষদের হাই জাম্প T64 ফাইনাল - প্রবীণ কুমার - প্রথম - 2.08 মি
মহিলাদের জ্যাভলিন থ্রো F46 ফাইনাল - ভাবনাবেন আজবাজি চৌধুরী - পঞ্চম - 39.70 মি
পুরুষদের শট পুট F57 ফাইনাল - সোমেন রানা, হোকাতো হোতোজে সেমা
মহিলাদের 200 মিটার T12 সেমিফাইনাল - সিমরান - প্রথম - 25.03 সেকেন্ড
ভাবনাবেন আজবাজি চৌধুরী মহিলাদের জ্যাভলিন থ্রো F46 ফাইনালে পঞ্চম স্থানে রয়েছেন।
আরও পড়ুন… কিউয়ি দলের বড় চাল! ভারতের মাটিতে পা রেখেই রোহিত শর্মাদের প্রাক্তন কোচকে দলের সঙ্গে যুক্ত করলেন
প্যারা পাওয়ারলিফটিং
মহিলাদের 67 কেজি পর্যন্ত ফাইনাল - কস্তুরি রাজামণি - অষ্টম - 106 কেজি
প্যারা শট পুট
হোকাতো হোতোঝে সেমা পুরুষদের শট পুট F57 এ ব্রোঞ্জ জিতেছে
শুক্রবার স্ট্যাডে ডি ফ্রান্সে প্যারিস 2024 প্যারালিম্পিকের পুরুষদের শট পুট F57 ইভেন্টে হোকাতো হোতোঝে সেমা ব্রোঞ্জ জিতেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।