শুভব্রত মুখার্জি:- প্যারিসে সবেমাত্র শেষ হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর। টানা ১৫ দিন ধরে চলেছে ক্রীড়ার রাজসূয় যজ্ঞ। মাঝে কয়েকটা দিনের বিরতি। ফের প্যারিসে বসতে চলেছে ক্রীড়া মহাযজ্ঞের আসর। এবার শুরু হতে চলেছে প্যারালিম্পিক্সের আসর। এই আসরে দেশ ছেড়ে প্যারিস উড়ে যাওয়ার আগেই ভারতীয় স্কোয়াডকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হল। আর তা দেওয়া হল শুক্রবারেই। এই স্কোয়াডে রয়েছেন মোট ৮৪ জন ক্রীড়াবিদ। তারা মোট ১২টি ইভেন্টে অংশ নেবেন। ঘটনাচক্রে এবার প্যারিস অলিম্পিক গেমসে গিয়েছিলেন ভারতের ১১৭ জন। ২৮ অগস্ট থেকে শুরু হবে এই গেমস। তার আগেই ভারতীয় দল রওনা দেবে। আর তারা রওনা দেওয়ার আগেই তাদেরকে বীরের সম্মান দেওয়া হল।
আরও পড়ুন… অংশু মালিকের বড় ঘোষণা! ১২ বছরের স্বপ্ন ভাঙতেই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় কুস্তিগীর
২৮ অগস্ট থেকে শুরু হয়ে এই প্যারিলিম্পিক্স চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগেই ভারতের প্যারালিম্পিয়ানদের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় সেন্ড অফ অর্থাৎ বিদায় সম্বর্ধনার। তাদের আত্মবিশ্বাস বাড়াতেই এমনটা করা হয়েছিল। তাদেরকে অনুপ্রাণিত করতেই এই আয়োজন করা হয়। প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডাভিয়াও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতীয় প্যারালিম্পিয়াদেরকে। তাদের জন্য তাঁর শুভকামনা যে সবসময়ে রয়েছে তা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘আমাদের প্যারালিম্পিয়ান অ্যাথলিটদের অসাধারণ ক্ষমতা রয়েছে যে কোন প্রতিরোধে তারা সক্ষম। তারা চ্যালেঞ্জকে সুযোগে বদলে নেওয়ার ক্ষমতা রাখে।’
আরও পড়ুন… আসন্ন দলীপ ট্রফির জন্য তৈরি পন্ত-সূর্য-রাহুল! খেলবেন না রোহিত-কোহলি-অশ্বিন-বুমরাহ
তিনি আরও যোগ করেছেন, ‘অনবদ্য শৃঙ্খলা দেখিয়েছেন সকলে। এইভাবেই সবক্ষেত্রে শৃঙ্খলা দেখিয়ে দেশকে গৌরবান্বিত তারা করবে বলেই আমরা আশাবাদী।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিআইয়ের সভাপতি দেবেন্দ্র ঝাঁঝারিয়াও। তিনি জানিয়েছেন, ‘আমরা আমাদের অ্যাথলিটদের নিয়ে অত্যন্ত গৌরব অনুভব করছি। যারা দিনরাত অনুশীলন করেছে। কোনও কিছুর পরোয়া না করে তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে। তারা ভারতের হয়ে বিশ্বের দরবারে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত।’ এই অনুষ্ঠানে লঞ্চ করা হয় ‘মাচা ধুম’ নামক একটি গান। যা এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি। ভারতীয় প্যারালিম্পিক্স দলের প্রতি তা উৎসর্গ করা হয়। একটি বইও প্রকাশ করা হয়। বইটির নাম ‘ব্রেকিং দ্য বেরিয়ার।’ বিভিন্ন বিভাগের বিভিন্ন অ্যাথলিটদের যে কৃতিত্ব তা এই বইতে তুলে ধরা হয়েছে। তাদের পরিশ্রম থেকে বাস্তব জীবনের লড়াই সবকিছু স্থান পেয়েছে এই নতুন বইটিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।