বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Paralympics 2024: একটা সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন! ব্রোঞ্জ পদক জিতে সেই গল্প শোনালেন সুন্দর সিং গুর্জার

Paris Paralympics 2024: একটা সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন! ব্রোঞ্জ পদক জিতে সেই গল্প শোনালেন সুন্দর সিং গুর্জার

ব্রোঞ্জ পদক জিতে সেই গল্প শোনালেন সুন্দর সিং গুর্জার (ছবি-REUTERS)

প্যারিস প্যারালিম্পিক্সে জ্যাভলিন F46 ইভেন্টে ব্রোঞ্জ পদক বিজয়ী সুন্দর সিং গুর্জার জন্য গেমস ভিলেজে মঙ্গলবারের রাতটি ছিল নিদ্রাহীন। গুর্জার সোনা মিস করার জন্য হতাশার মাঝেই খুঁজে পেয়েছিলেন তিনি। কারণ ফের টোকিও প্যারালিম্পিক্সের পরে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন।

প্যারিস প্যারালিম্পিক্সে জ্যাভলিন F46 ইভেন্টে ব্রোঞ্জ পদক বিজয়ী সুন্দর সিং গুর্জার জন্য গেমস ভিলেজে মঙ্গলবারের রাতটি ছিল নিদ্রাহীন। যদিও তিনি ৬৪.৯৬ মিটার থ্রো করে পডিয়াম ফিনিস করেছিলেন তবু এটাতে অভিভূত হয়েছিলেন তিনি। গুর্জার সোনা মিস করার জন্য বেশ হতাশ ছিলেন, কারণ ফের টোকিও প্যারালিম্পিক্সের পরে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন।

পদক জিতে সুন্দর বলেন, ‘আমি খুশি, কিন্তু আমি শীর্ষে শেষ করতে চেয়েছিলাম। প্যারিস প্যারালিম্পিক্সের আগে ইনজুরি না থাকলে আরও ভালো করতাম। আমার সুস্থ হতে ৫-৬ মাস লেগে গিয়েছে। আমি নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করছি এই বলে যে তা সত্ত্বেও, আমি একটি পদক জিতেছি। সারা রাত এই চিন্তাটা আমার মাথায় আধিপত্য করেছিল।’

আরও পড়ুন… IND vs AUS: ওরা সব সময় এক নম্বরের জন্য লড়াই করে- Border-Gavaskar Trophy জন্য গ্লেন ম্যাক্সওয়েলের প্রতীক্ষা

সুন্দর সিং গুর্জার রাজস্থানের কারাউলি জেলা থেকে উঠে এসেছেন। সার্ভিকাল, কাঁধ এবং কুঁচকির আঘাত থেকে সেরে উঠছিলেন। তিনি জানিয়েছেন, ‘আমি এশিয়ান গেমসের পরে ইনজুরি সহ্য করেছিলাম এবং গেমসের মাত্র এক মাস আগে আমি সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছিলাম।’

গত বছর হ্যাংঝু এশিয়ান প্যারা গেমসে, সুন্দর ৬৮.৬০ মিটার থ্রো করে বিশ্ব রেকর্ড করেছিলেন। প্যারালিম্পিয়ান প্যারিসে তার সাফল্যের জন্য তার কোচ ভিপিন কাসানাকে ধন্যবাদ জানিয়েছেন। সুন্দর সিং গুর্জার জানিয়েছেন, ‘জানুয়ারি ২০২৩ সাল থেকে, আমি দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তারকা জ্যাভলিন নিক্ষেপকারী কাসানার অধীনে প্রশিক্ষণ নিচ্ছি। ইনজুরি থাকা সত্ত্বেও আমি যদি আজ পদক জিততে পারতাম, এটা তার কারণেই হয়েছে।’

আরও পড়ুন… PAK vs BAN: কি বড় লজ্জা! পাকিস্তানের হার নিয়ে ক্ষিপ্ত ওয়াসিম আক্রম

২৮ বছর বয়সি অ্যাথলিট সুন্দর সিং গুর্জার ২০১৫ সাল পর্যন্ত সাধারণ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একটি দুর্ঘটনার পর পরিস্থিতি বদলে যায়, যেখানে একটি টিনের ছাদ তার উপর পড়ে যায়, যার ফলে সুন্দর সিং গুর্জারের বাম হাত কেটে যায়। চোট থাকা সত্ত্বেও খেলায় হাল ছাড়েননি গুর্জার। তিনি আবার তালিকাভুক্ত হন, এবার F-46 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেছে নেন।

সুন্দর সিং গুর্জার ২০১৩ সালের সেই দিনটির কথা স্মরণ করেন যখন তিনি একটি জাতীয় সভায় ব্রোঞ্জ জিতেছিলেন এবং দুইবারের অলিম্পিক পদক বিজয়ী নীরজ চোপড়া তার প্রচেষ্টার প্রশংসা করেছিলেন। সুন্দর সিং গুর্জার বলেন, ‘জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সময় গুন্টুরে ছিল যে নীরজ, যিনি সেখানে রুপো জিতেছিলেন, আমি তৃতীয় হওয়ার পরে আমার পিঠে চাপ দিয়েছিলেন। তার কৃতিত্ব আমাকে জ্যাভলিন থ্রোতে ভালো করতে অনুপ্রাণিত করেছিল।’

আরও পড়ুন… Border-Gavaskar Trophy: শেষ দু'বার জিততে পারিনি, এবার কিন্তু ফল বদলাবে- আত্মবিশ্বাসী প্যাট কামিন্স

গুর্জার একটা সময়ে রাজস্থান বন বিভাগের সহকারী বন সংরক্ষক হিসাবে কাজ করেন। প্যারিস এবং টোকিওর আগে, সুন্দর রিও গেমসেও জায়গা করে নিয়েছিল যেখানে ইভেন্টের ঠিক আগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। সুন্দর সিং গুর্জার বলেন, ‘আমি একটি রোল কল মিস করেছিলাম যার ফলে রিও প্যারালিম্পিক থেকে আমার অযোগ্য হয়ে গিয়েছিল। আমি বিষণ্ণ ছিলাম এবং এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলাম। এখন যখন আমি পিছনে ফিরে তাকাই, সেই অন্ধকার মুহূর্তে আমি পরিবার এবং আমার আগের কোচ মহাবীর সাইনির কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ বোধ করি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চিনকে উড়িয়ে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন ভরতের অবনমন হচ্ছে, সেই ‘লাস্ট বয়’ কলকাতা পুলিশও ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে! মৃন্ময়ী মায়ের শিল্পী থেকে রিকশাচালক- ‘রক্ত-মাংসের দুর্গার’ বিচার চাইছে কলকাতা অহিন্দু, রোহিঙ্গা মুসলিমরা এই গ্রামে ঢুকবেন না, উত্তরাখণ্ডে অবাক করা সাইনবোর্ড আর্যর সঙ্গে প্রেম করছেন ‘মিঠিঝোরা’র আরাত্রিকা? সম্পর্কের কী নাম দিলেন দুজনে? ‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, স্লোগান পাল্টে রাজপথে নির্যাতিতার বাবার নিশানায় পুলিশ সূর্যর ঘরে বুধের অবস্থান, ৪ রাশিকে থাকতে হবে সতর্ক, আছে অর্থ ক্ষতির আশঙ্কা পাকিস্তানে প্রাকৃতিক গ্যাস ও তেলের বিরাট ভাণ্ডারের সন্ধান, এবার বড়লোক হয়ে যাবে? মায়াঙ্কের পরে এবার শূন্যে উড়ে আবেশের ক্যাচ ধরলেন পন্ত, টেস্টে কামব্যাক পাকা! তিন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর বউবাজার থানায়, সন্দীপ ঘনিষ্ঠরা বেকায়দায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.