শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাথলেটিক্সের আসর। শুক্রবার থেকে শুরু হওয়া অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখন পর্যন্ত সময়টা একেবারেই ভালো যায়নি। রবিবারের দিনেও বদলালো না চিত্রটা। ৩০০০ মিটার স্টিপলচেজে ছিলেন একমাত্র ভারতীয় পারুল চৌধুরী। আর অন্যদিকে লং জাম্প বিভাগে ছিলেন জেসউইন অলড্রিন। দু জনেই এদিন তাঁদের সংশ্লিষ্ট বিভাগে হেরে ছিটকে গেলেন প্যারিস অলিম্পিক গেমস থেকে। ঘটনাচক্রে পারুল চৌধুরী এবং জেসউইন অলড্রিন দুজনেই তাদের বিভাগে জাতীয় রেকর্ডধারী অ্যাথলিট।তারা এদিন প্যারিস গেমসে কার্যত দাঁড়াতেই পারলেন না।
পারুল নিজের রেসের হিটে অষ্টম স্থানে শেষ করেন। সব মিলিয়ে তিনি ২১ তম স্থানে শেষ করেছেন। ২৯ বছর বয়সি তারকা এই গেমসের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন। তিনি গিয়েছিলেন আমেরিকাতে। সেখানেই হাই অল্টিটিউড অনুশীলন করেন তিনি। প্রায় একমাস তিনি আমেরিকাতে অনুশীলন করেছেন। ৯ মিনিট ২৩:৩৯ সেকেন্ড সময়ে নিজের দৌড় শেষ করেছেন পারুল। যা তাঁর জাতীয় রেকর্ডের থেকে অনেকটাই কম। তিনি তাঁর জাতীয় রেকর্ড গড়েছিলেন বুদাপেস্টে। ২০২৩ সালে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি এই জাতীয় রেকর্ড গড়েছিলেন। তাঁর সময় ছিল ৯ মিনিট ১৫:৩১ সেকেন্ড।
আরও পড়ুন… Indian results from day 8: আশা জাগিয়েও হতাশ করলেন লক্ষ্য, শ্যুটাররা, ব্যর্থ লভলিনা, মান রাখল হকি টিম
তিনটি হিট রেসের প্রথম পাঁচে থাকা অ্যাথিলটরা ফাইনালে খেলবেন। গতবারের চ্যাম্পিয়ন উগান্ডার পেরুথ চেমুথাই এক নম্বর হিটের বিজয়ী হন। তিনি সময় নেন ৯ মিনিট ১০:৫১ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন কেনিয়ার ফেথ চেরোটিচ। তৃতীয় হয়েছেন জার্মানির জেসে ফেলিসিটাস। প্যারিসে পারুল এছাড়া ও ৫০০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি এবং অঙ্কিতা ধ্যানি অংশ নেন। দুজনেই হিট থেকে হেরে বেরিয়ে যান।
আরও পড়ুন… ভারতীয় হকি দলে বড় ধাক্কা! রোহিদাসের উপর নিষেধাজ্ঞা, জার্মানির বিরুদ্ধে সেমির ম্যাচে নেই অমিত
ফলে প্যারিসে শেষ হয়ে গিয়েছে পারুলের অভিযান। অন্যদিকে পুরুষদের লং জাম্পে ভারতীয় লং জাম্পার জেসউইন অলড্রিনও ছিটকে গিয়েছেন। তাঁর প্রথম দুটো লাফ ফাউল হয়। তৃতীয় লাফে তিনি লাফান ৭.৬১ মিটার। ফলে গ্রুপ -বি কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি শেষ করেন ১৩ তম স্থানে। যেখানে মোট ১৬ জন প্রতিযোগী ছিলেন। এছাড়াও সবমিলিয়ে তাঁর অবস্থান ২৬। ৮.১৫ মিটার পেরনো সমস্ত অ্যাথলিট সরাসরি কোয়ালিফাই করেছেন। এছাড়াও প্রথম ১২ তে থাকা সমস্ত অ্যাথলিট কোয়ালিফাই করেছেন ফাইনালের জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।