সোনার পদকের লড়াইয়ের আগে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের অযোগ্য ঘোষণার ঘটনা এখনও তাজা হয়ে রয়েছে। অলিম্পিক্স শেষ হওয়ার পরেও খবরে রয়েছে ভিনেশ ফোগাট। নিজের ৫০ কিলো ওজনের ক্যাটাগরিতে মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের কারণে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষা এই ইস্যুতে বড়সড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ওজন নিয়ন্ত্রণের দায়িত্ব অ্যাথলেট ও তার কোচের। এর জন্য মেডিকেল টিমকে দায়ী করা ঠিক হবে না।
আসলে, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালের আগে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এর পরে তিনি তাকে সম্মিলিত রুপোর পদক প্রদানের জন্য ক্রীড়া ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন। এখন ১৩ অগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে এ বিষয়ে রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। একই সময়ে, ফাইনালের আগে বাদ পড়ার পরে, ভিনেশ সোশ্যাল মিডিয়ায় তার অবসরের ঘোষণা করেছিলেন। মহিলা কুস্তিগীরকে অযোগ্য ঘোষণা করার পরে, সোশ্যাল মিডিয়ার একটি অংশ আইওএ মেডিকেল টিম ও বিশেষ করে ডাঃ দীনশ পার্দিওয়ালা এবং তার দলকে অবহেলার জন্য অভিযুক্ত করছে।
আরও পড়ুন… Duleep Trophy: বহু বছর বাদে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে রোহিত-কোহলিকে, থাকবেন বুমরাহ?
এখন এই বিষয়ে খোলাখুলি কথা বলেছেন আইওএ সভাপতি পিটি ঊষা। তিনি বলেন, ‘কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় ক্রীড়াবিদদের ওজন ব্যবস্থাপনার দায়িত্ব প্রতিটি ক্রীড়াবিদ এবং তার কোচের উপর বর্তায়, এবং আইওএ চিফ মেডিকেল অফিসার ডঃ দীনশ পার্দিওয়ালা এবং তার দলের সঙ্গে এটা যায় না। আইওএ মেডিকেল টিম, বিশেষ করে "ডাঃ পারদিওয়ালার বিরুদ্ধে বিদ্বেষ গ্রহণযোগ্য নয়, আমরা কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে সমস্ত ঘটনা বিবেচনা করব।’
আরও পড়ুন… Ben Stokes injury: হান্ড্রেড খেলতে গিয়ে চোট পেলেন বেন স্টোকস, আশঙ্কার মেঘ শ্রীলঙ্কা সিরিজের আগে
পিটি ঊষা আরও বলেন, ‘প্যারিস অলিম্পিক্সে, প্রত্যেক ভারতীয় অ্যাথলিটের এই ধরনের খেলায় তাদের নিজস্ব সমর্থন দল ছিল। এই দলগুলি বহু বছর ধরে অ্যাথলিটদের সঙ্গে কাজ করছে। আইওএ কয়েক মাস আগে একটি মেডিকেল দল নিযুক্ত করেছিল, যা ক্রীড়াবিদদের সাহায্য করে। প্রতিযোগিতার সময় এবং পরে পুনরুদ্ধার এবং আঘাত ব্যবস্থাপনার সঙ্গে এই দলটি এমন ক্রীড়াবিদদের সমর্থন করার জন্যও তৈরি করা হয়েছিল যাদের নিজস্ব পুষ্টিবিদ এবং ফিজিওথেরাপিস্টের দল নেই।’
কিউবান কুস্তিগীর ইউসনেলিস গুজমান লোপেজ ভিনেশের জায়গায় ফাইনালে প্রবেশ করেছিলেন, যিনি সেমিফাইনালে তার কাছে হেরেছিলেন। তার আবেদনে, ভারতীয় কুস্তিগীর লোপেজের সঙ্গে একটি যৌথ রুপোর পদক পেতে চেয়েছিলেন কারণ মঙ্গলবার তার লড়াইয়ের সময় তার ওজন নির্ধারিত সীমার মধ্যে ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।