হৃদয়ভঙ্গের মুহূর্তে ভিনেশ ফোগটের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দিষ্টসীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল প্রতিযোগিতা থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে ভিনেশের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তবে শুধু সান্ত্বনা দিয়েই হাল ছেড়ে দেননি প্রধানমন্ত্রী। ভিনেশের বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেন। ভিনেশকে যাতে বহিষ্কার করার সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হয়, সেজন্য কী কী করা যায়, সেইসব যাবতীয় দিক খতিয়ে দেখতে বলেন। সেইসঙ্গে ভিনেশকে বাতিল করে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দায়ের করারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি একদম স্পষ্ট বার্তা দিয়েছেন যে ভিনেশের বিষয়ে যেন অল-আউট ঝাঁপানো হয়।
PT ঊষাকে কী কী বলেছেন মোদী?
সূত্রের খবর, ভিনেশকে যে বাতিল করে দেওয়া হচ্ছে, সেই খবর সামনে আসার পরই ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলেন মোদী। ঠিক কী ঘটনা ঘটেছে, কী কারণে ভিনেশকে বাতিল করে দেওয়া হয়েছে, সেই সমস্ত যাবতীয় তথ্য জানতে যান প্রধানমন্ত্রী।
সেইসঙ্গে ভিনেশকে যাতে ফের ম্যাটে ফিরিয়ে আনা যায় এবং সোনার পদকের ম্যাচে নামানো যায়, সেজন্য ভারতের হাতে কী কী সুযোগ আছে, তা জানতে চান মোদী। যে কোনও মূল্যে ভিনেশকে সাহায্য করার জন্য যাবতীয় দিক খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি তিনি আর্জি জানান, যদি ভিনেশের কোনও লাভ হয়, সেজন্য ভারতীয় কুস্তিগিরকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেন তীব্র প্রতিবাদ জানানো হয়।
ভিনেশকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর
ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলার আবহেই ভিনেশকে সান্ত্বনা দেন মোদী। সেইসঙ্গে তাঁরও কতটা কষ্ট হয়েছে, সেটাও লুকিয়ে রাখেননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভিনেশ, তুমি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। তুমি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা। আজ যে ধাক্কাটা লাগল, সেটা অত্যন্ত কষ্টকর। আমি যে কতটা হতাশ, সেটা যদি ভাষায় প্রকাশ করতে পারতাম..।’
সোনা বা রুপোর পদক হাতছাড়া ভিনেশের, ভরতি হাসপাতালে
আজ মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে আমেরিকার সারা অ্যান হিলডেব্র্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল ভিনেশের। কিন্তু নির্দিষ্ট সীমার থেকে ১০০ গ্রাম বেশি ওজন হয়ে যাওয়ায় তাঁকে বাতিল করে দেওয়া হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওজন কমানোর জন্য রাতভর চেষ্টা করেন তিনি। কিন্তু সকালে ১০০ গ্রাম বেশি থেকে যায় ওজন। এমনই পরিস্থিতি হয়েছে যে তাঁকে ভরতি করা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।