ভিনেশ ফোগটের করা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে যুগ্ম রৌপ্য পদকের আবেদনের ভিত্তিতে এখনও কোনও রায় দেয়নি আদালত। গত শনিবার রাত সাড়ে ৯টায় রায়দানের সম্ভাবনা থাকলেও তারপর তা মঙ্গলবার দিন পর্যন্ত দীর্ঘায়িত হয়। এবার জানা গেছে, ভিনেশ ফোগটের রায়দান হতে পারে ১৬ই অগাস্ট, সেদিনই সম্ভবত ভিনেশ জানতে পারবেন নিজের কেরিয়ারের প্রথম অলিম্পিক্স পদক তিনি পাবেন কিনা। এরই মধ্যে ভারতীয় কুস্তিগিরের পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য় করলেন দেশের হয়ে অলিম্পিক্সে ভারতীয় হকি দলের হয়ে পদক জেতা পিআর শ্রীজেশ। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য যেভাবে ভিনেশকে নিশ্চিত পদক জয় থেকে ব্রাত্য করা হয়েছে তা মেনে নিতে পারছেন না শ্রীজেশ, সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন-কোন ক্রীড়াবিদের জন্য কত টাকা খরচ! সাইয়ের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেজায় বিরক্ত অশ্বিনি!
সদ্য হকি থেকে অবসর নেওয়া পিআর শ্রীজেশ বলছেন, ‘ভিনেশের বিষয়টিতে দুটি দিক রয়েছে। প্রথমত, একজন অ্যাথলিট হিসেবে ফাইনালে প্রবেশ করার জন্য ওর পদক নিশ্চিত হওয়ার কথা। এক্ষেত্রে ওর থেকে রৌপ্য পদকটি কেড়ে নেওয়া হয়েছে। আমি জানিনা ওর জায়গায় আমি থাকলে কি করতাম। ও অনেক শক্ত রেখেছে নিজেকে। ঘটনার পরের দিন আমার সঙ্গে দেখা হয় ভিনেশের। ও আমাদের ব্রোঞ্জ মেডেল ম্যাচের আগে বলে, ভাই গুডলাক। আমার মনে হচ্ছিল ও নিজের হাসির মধ্যে দিয়ে কষ্টটা চেপে রাখার চেষ্টা করেছে। তবে দ্বিতীয় যেটা বিষয় রয়েছে, সেটাও বুঝতে হবে। ভারতীয় অ্যাথলিটদের সতর্ক থাকতে হবে অলিম্পিক্সে গেলে, বুঝতে হবে সেখানে কি নিয়ম রয়েছে। ফেডারেশন, আয়োজক কমিটি বা অলিম্পিক্স কমিটির হাতে কোনও সুযোগ দেওয়া যাবে না, সব পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। তাই সব সময় নিয়মের ক্ষেত্রে নিজেকে সতর্ক রাখতে হবে’।
আরও পড়ুন-ডার্বির আগে বিশ্বকাপারের চোট নিয়ে সংশয়, ছুটলেন মুম্বই! আজ লিগে নামছে মোহনবাগান…
ভিনেশের পাশে দাঁড়িয়ে শ্রীজেশ আরও বলছেন, ‘একজন অ্যাথলিট হিসেবে আমি ফিঙ্গার ক্রসড রাখব। আমি ওর জন্য প্রার্থনা করব। আমরা সবাই জানি কতটা কঠিন লড়াই দিয়ে ও ফিরে এসেছে। গত একটা বছর কিরকম গেছে ওর। সেখান থেকে ফিরে এসে অলিম্পিক্সের ফাইনালে ওঠা অনেক বড় ব্যাপার। সব কিছুর জবাব দিয়েছে ভিনেশ, ওর জন্য তাই সত্যিই আমার খারাপ লাগছে। খুব কঠিন সময়ের মধ্যে ওকে পড়তে হচ্ছে ’।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
অমিত রোহিদাসের লাল কার্ড প্রসঙ্গ টেনে এনে শ্রীজেশ আরও বলেন, ‘নিয়ম রয়েছে যে পিছনের দিকে কখনও স্টিক ওঠানো যায় না। সেটা করা মানে তুমি প্রতিপক্ষকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা করছ, তাই কোয়ার্টারে ওকে লালকার্ড দেওয়া হয়। সেমিতেও ওকে পাওয়া যায়নি, ১৫জন নিয়ে খেলতে হয়েছিল। দলও সেই কারণে ধাক্কা খেয়েছে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।