ভারতীয় হকি দল পরপর দুটি অলিম্পিক্সে পদক জয় করে নজির গড়েছে। দীর্ঘ ৫২ বছর পর এই প্রথম পরপর অলিম্পিক্সে পদক জিতেছে ভারতীয় হকি দল। দলের জয়ের অসাধারণ অবদান রেখেছেন গোলরক্ষক পিআর শ্রীজেশ। প্রতি ম্যাচেই প্রায় গোলদূর্গে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন এই তারকা গোলরক্ষক। এটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ প্রতিযোগিতা। আগেই শ্রীজেশ জানিয়েছেন অলিম্পিক্স খেলেই বিদায় নেবেন খেলা থেকে। তুলে রাখবেন বুট জোড়া। তাই তাঁকে ভালো ফেয়ারওয়েল দিতে মুখিয়ে ছিলেন হরমনপ্রীত সিং, মনদীপ সিংরা। শেষ পর্যন্ত ব্রোঞ্জ মেডেল ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শ্রীজেশকে স্বপ্নের ফেয়ারওয়েল দেয় জরমনপ্রীতরা। এবার তাঁকে সম্মান জানাল ভারতীয় অলিম্পিক্স সংস্থাও।
প্যারিস অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনি রয়েছে ১১ অগাস্ট। সেদিন ভারতের পতাকাবহনের দায়িত্ব পেলেন হকি দলের গোলরক্ষক তথা ব্রোঞ্জপদকয়ী দলের সদস্য পিআর শ্রীজেশ। মনু ভাকেরের সঙ্গে তিনি ভারতের পতাকা বহন করবেন ক্লোজিং সেরিমনিতে। আইওএর পাশাপাশি ক্রীড়াবিদরাও চেয়েছিলেন বর্ষিয়ান শ্রীজেশই এই দায়িত্ব নিক, তাই সর্বসম্মতভাবেই তাঁকে বেছে নেওয়া হয়। ভারতের শেফ দ্য মিশন গগন নারাংও চেয়েছিলেন শ্রীজেশই এই দায়িত্ব পাক।
ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা জানান, ‘ নীরজ চোপড়া যিনি পরপর দুই অলিম্পিক্সে পদক জিতেছেন, তার সঙ্গেও কথা হয়েছে। ও নিজেও সম্মত হয়েছে যে শ্রীজেশেরই অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবহনের দায়িত্ব পাওয়া উচিত। অত্যন্ত স্বতঃস্ফূর্তবাবেই জানায় নীরজ। ও আমাকে পাল্টা বলেছেন, ‘ম্যাডাম আপনি যদি আমাকে নাও বলতেন, তাহলেও আমি শ্রীজেশ ভাইয়ের কথাই আপনাকে প্রস্তাব করতাম ’। এই বিষয়টাই বুঝিয়ে দেয়, শ্রীজেশকে কতটা সম্মান করে ভারতীয় ক্রীড়াবিদরা, আর ভারতীয় ক্রীড়াক্ষেত্রেও ওর অবদান ঠিক কতটা ’।
আরও পড়ুন-পরপর দুই অলিম্পিক্সে পদক জয়! নীরজকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
আগেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জেতা মনু ভাকেরের নাম ভারতের মহিলা পতাকাবাহক হিসেব ঘোষণা করা হয়েছিল, তবে পুরুষদের মধ্যে তখনও কাউকে বেছে নেওয়া হয়নি। উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে ছিল পিভি সিন্ধু এবং শরথ কমলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।