বৃহস্পতিবারই কেরিয়ারের শেষ ম্যাচে খেলতে নামছেন ভারতীয় হকি দলের তারকা গোলরক্ষক পিআর শ্রীজেশ। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভারতের মুখোমুখি স্পেন। এই ম্যাচে তিনি গোলদুর্গ অক্ষত রাখতে পারলেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলবেন। পরপর দুটি অলিম্পিক্সেই পদক জিতবেন তিনি। শেষ কবে হকিতে পরপর দুবার পদক জিতেছিল ভারতীয় দল, তা খুঁজে বের করতে গেলে ইতিহাসের বই খুলতে হলে পারে। কিন্তু সেই ইতিহাসই লেখার সন্ধিক্ষণে দাঁড়িয়ে শ্রীজেশ, যিনি দলের একদা অধিনায়ক। বাঁচিয়েছেন বহু ম্যাচে, এবারেও কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিপক্ষে তাঁর বিশ্বস্ত হাতই ছিল ভারতের জয়ের অন্যতম কারণ। ভারতীয় ক্রিকেটে যেমন রাহুল দ্রাবিড়কে বলা হত 'দ্য ওয়াল', তেমনই হকি ইন্ডিয়ার ‘দ্য ওয়াল’ শ্রীজেশ বিদায়বেলায় দিলেন আবেগঘন বার্তা।
আরও পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান ক্রিকেটারের জবাব তলব আইসিসির!
অলিম্পিক্সেই খেলেই নিজের কেরিয়ারে ইতি টানছেন এই তারকা। ভারত বনাম স্পেনের ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়। তাঁর আগে নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন পিআর শ্রীজেশ। দলের খেলোয়াড়রাও মরিয়া এহেন কিংবদন্তিকে জয় উপহার দিয়েই বিদায় জানাতে। টোকিয়োর পর দ্বিতীয় পদক জয়ের লক্ষ্যে প্যারিসে ভারতীয় দল।
আরও পড়ুন-‘ওজন তো আমিও কমাই খেলতে নামার আগে’! ভিনেশের পাশে দাঁড়িয়ে সমবেদনা সোনা জেতা সারা-র
পিআর শ্রীজেশ নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, ‘আমি আজ পোস্টের মাঝখানে শেষবারের জন্য দাঁড়াতে চলেছি। আমার বুক গর্বে আর ভালোবাসায় ফুলে উঠছে। একটা ছোট্ট ছেলের স্বপ্ন দেখা থেকে শুরু করে বড় হয়ে দেশকে রক্ষা করার যাত্রাটা অসাধারণ ছিল। আজ আমি আমার শেষ ম্যাচে খেলতে নামছি। প্রত্যেকটা ডাইভ, প্রত্যেকটা সেভ আর দর্শকদের প্রত্যেকটা চিৎকার আমার হৃদয় চিরকালই থাকবে। ভারতকে অনেক ধন্যবাদ আমায় বিশ্বাস করার জন্য এবং আমার পাশে সবসময় দাঁড়ানোর জন্য। এটা শেষ নয়, আমার স্মরণীয় মূহূর্তগুলোকে সঙ্গী করে বাঁচার শুরু। জয় হিন্দ’।
আরও পড়ুন-আজ রয়েছে নীরজ-শ্রীজেশদের পদক জয়ের সুযোগ! কখন শুরু,কোথায় দেখবেন ম্যাচ? জেনে নিন…
৩৬ বছর বয়সী ভারতীয় গোলরক্ষক গতবার টোকিয়ো অলিম্পিক্সেও ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে বড় কারিগর ছিলেন। ২০২১ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পান শ্রীজেশ। ২০২১ এবং ২০২২ সালে এফআইএইচ গোলকিপার অফ দ্য ইয়ার পুরস্কারও জেতেন তিনি। গত বছর এশিয়ান গেমসেও ভারতের সোনার পদক জেতায় মুখ্য অবদান ছিল তাঁর, সেখানেই প্যারিস অলিম্পিক্সের টিকিট হাতে পায় হরমনপ্রীত, মনদীপরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।