প্যারিস অলিম্পিক্স এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিটদের জন্য তেমন সুখকর হয়নি। এই প্রথম চতুর্থ স্থানেই শেষ করেছেন ভারতের পাঁচজন ক্রীড়াবিদ। অর্থাৎ বলাই যায়, পাঁচটি পদক অল্পের জন্য হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে গত টোকিও অলিম্পিক্সের সাফল্যে আদৌ ভারত টপকাতে পারবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। গতবার টোকিও অলিম্পিক্সে সোনা, রুপো, ব্রোঞ্জ তিন পদক এসেছিল ভারতের ঝুলিতে। মোট এসেছিল সাতটি পদক, কিন্তু এবার প্যারিস গেমসে প্রায় ১০ দিন হতে চললেও এসেছে মাত্র ৩টি ব্রোঞ্জ, তাঁর মধ্যে একটি বিভাগ থেকেই সব ব্রোঞ্জ এসেছে অর্থাৎ শ্যুটিং থেকে, বাকি বিভাগে এখনও সাফল্য অধরা।
আরও পড়ুন-ঝুলে রইল আনোয়ার ইস্যু! সিদ্ধান্ত নিতে পারল না এআইএফএফ! ফের শুনানি পরের সপ্তাহে…
সবে কুস্তির ইভেন্ট শুরু হয়েছে, প্রত্যেকবার এই ইভেন্টে একটা না একটা পদক নিয়ে আসে ভারত, ফলে আশা করা যায় এবারেও হয়ত এই ইভেন্টে পদক আসতে পারে। কিন্তু লভলিনা বরগোঁহাই, পিভি সিন্ধুদের দ্রুত ছিটকে যাওয়া এবং লক্ষ্য সেনদের চতুর্থ হওয়া নিয়েই এবার বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন ব্যাডমিন্টর তারকা প্রকাশ পাড়ুকোনে। তাঁর সঙ্গে মতানৈক্য রয়েছে অভিনব বিন্দ্রারও।
স্ট্রেট সেটে জিয়া জি লির বিপক্ষে লক্ষ্য সেন হেরে যাওয়ার পর প্রকাশ পাড়ুকোনে বলেন, ‘ ১৯৬৪ সালে মিলখা সিং এবং ১৯৮০ সালের পিটি উষার পর এই প্রথম ভারত এতগুলো ইভেন্টে চতুর্থ হল। এবার সময় এসেছে ক্রীড়াবিদদেরও কিছুটা দায়িত্বশীল হওয়ার। অন্তত এবারের অলিম্পিক্স বা আগেরবারের অলিম্পিক্সের জন্য তো সরকারকে দায় দেওয়া যাবে না। তাঁরা সবই করেছে, কিন্তু শেষমেষ এটা খেলোয়াড়দেরই দায়িত্ব আসল সময় গিয়ে জ্বলে ওঠা। খেলোয়াড়রা সব সময় তো ফেডারেশনের থেকে চাইতে থাকলে হবে না, হয় তাঁদের পারফরমেন্স খারাপ। নাহলে তাঁরা নিজের সেরাটা দিচ্ছে না অথবা প্রস্তুতি পর্ব ভালো করেনি, যাতে একটা অলিম্পিক্স পদক জেতা যায়’।
আরও পড়ুন-নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!
পাল্টা অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা বলেছেন, ‘অলিম্পিক্সে খেলতে নামা একটা অন্যরকম চ্যালেঞ্জ। এবাট ক্রীড়াবিদের দায়বদ্ধতা এবং আত্মত্যাগকে প্রমাণ দেয়। আমি অত্যন্ত গর্বিত আমাদের অ্যাথলিটদের জন্য যারা নিজের সেরাটা দিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। এটা তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য কঠিন সময়, এই সময় তাঁদের পাশে থাকা উচিত। তাঁদের কঠোর পরিশ্রম এবং কোচিং স্টাফদের নিরলস পরিশ্রমের সঠিক মূল্যায়নও করা দরকার। এটাই খেলার নিয়ম যে সবাই জিততে পারবে না , কিন্তু এত লড়াইয়ে মানসিকতা দিয়ে তাঁরা প্রমাণ করে দিয়েছে তাঁরাও বীরজয়ী। আমাদের একবার পরে পর্যালোচনা করতে হবে পারফরমেন্সের, কিন্তু এখন সকলের এক হয়ে ক্রীড়াবিদদের সমর্থন করা উচিত এবং পাশে দাঁড়ানো উচি। ’।
ভারতের মোট পাঁচজন ক্রীড়াবিদ চতুর্থ হয়েছেন এবারে। তাঁর মধ্যে রয়েছে মনু ভাকের, লক্ষ্য সেন,অর্জুন বাবুটা, ধীরজ বোম্মাদেবেরা-অঙ্কিতা ভকত এবং মহেশ্বরী চৌহান-অনন্তজিং সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।