শুভব্রত মুখার্জি: ভারতীয় অলিম্পিক্সের ইতিহাসে টোকিও গেমসেই ভারতীয় অ্যাথলিটরা সবথেকে ভাল পারফরম্যান্স করেছেন। অন্তত মেডেল জয়ের দিক থেকে দেখলে এটিই ভারতের শ্রেষ্ঠ পারফরম্যান্স। তা ছাপিয়ে গিয়েছে ২০১২ সালে লন্ডন গেমসের পারফরম্যান্সকেও। গেমস শেষ হওয়ার পরে ভারতীয় অ্যাথলিটরা ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন। সকলে দেশে ফেরার পরে সামনের শনিবার অর্থাৎ ১৪ ই অগস্ট রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চায়ের আসরে মিলিত হবেন।
রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যে বিবৃতিতে বলা হয়েছে 'ভারতের রাষ্ট্রপতি ১৪ ই অগস্ট,২০২১ সালে রাষ্ট্রপতি ভবনে একটি চায়ের আসরের আয়োজন করেছেন। যেখানে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ভারতীয় অ্যাথলিটের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন রাষ্ট্রপতি।'
উল্লেখ্য সদ্য শেষ হওয়া অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা ৭টি পদক নিশ্চিত করেছেন। নীরজ চোপড়া সোনা ,মীরাবাঈ চানু ও রবি দাহিয়া রুপো, লভলিনা বোরহাইন-পিভি সিন্ধু-ভারতীয় পুরুষ হকি দল- বজরং পুনিয়া ব্রোঞ্জ পদক জিতেছেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারত এর আগে ৬টি পদক পেয়েছিল, যা তাদের এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।