আজ ৭৮তম স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জমজমাট সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিক্সে দেশকে গর্বিত করা ভারতীয় ক্রীড়াবিদরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলিম্পিক্সে ভারতীয় প্রতিনিধিরা যাওয়ার আগেই তাঁদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছিলেন। দেশকে পদক এনে দেওয়ার পর মনু ভাকার, নীরজ চোপড়াদের করেছিলেন ফোন। এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৩৬ অলিম্পিক্স যে ভারত আয়োজন করতে চায়, সেকথা দীর্ঘদিন ধরেই জানা গেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেন ২০৩৬ অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছে ভারত। জি২০সহ একাধিক বড় ইভেন্ট আয়োজন করে দেশ দেখিয়ে দিয়েছে, সমস্ত রকমের মেগা ইভেন্ট আয়োজনের ক্ষমতা রয়েছে ভারতের।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত ছিলেন শ্রীজেশরা। তাঁদের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ আমাদের সঙ্গে রয়েছে অলিম্পিক্সে ভারতকে গর্বিত করা খেলোয়াড়রা। আমি দেশের সমস্ত ক্রীড়াবিদদের ১৪০ কোটি ভারতীয়র তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আর কয়েকদিনের মধ্যে প্যারালিম্পিক্সে ভারতের বড় একটা দল অংশগ্রহণ করতে যাবে, আমি তাঁদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ’।
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও যোগ করেন, ‘ ভারতে জি২০ সামিট আয়োজিত হয়েছে, অনেক রাজ্যই তা আয়োজন করেছে। ২০০টি ইভেন্টের আয়োজন করেছে ভারত। গোটা বিশ্বে এর আগে কখনও এত বড় আকারে জি২০ হয়নি, যেটা এবারে হয়েছে। এটা একটা বিষয় প্রমাণ করে দিয়েছে যে ভারতের অনেক বড় বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। যে কোনও বিষয়ে আপ্যায়ণ করার বিষয় ভারত সব সময় এগিয়ে রয়েছে। ভারতের স্বপ্ন ২০৩৬ অলিম্পিক্স দেশের মাটিতে হোক, সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ’
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
এবারে প্যারিস অলিম্পিক্সে ভারত পেয়েছে ৬টি পদক, গতবারের টোকিয়ো অলিম্পিক্সের তুলনায় একটি কম। যদিও ভারতীয় ক্রীড়ামন্ত্রক আশা করছে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম এবং খেলো ইন্ডিয়া গেমসের সৌজন্যে এদেশ থেকে আগামী দিনে আরও ক্রীড়াবিদ উঠে আসবে এবং পদকের সংখ্যা ধীরে ধীরে অনেকটাই বাড়াবে। মনু ভাকেররাও খেলো ইন্ডিয়া গেমস থেকেই উঠে এসেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।