টোকিওর প্যারালম্পিক্সের সোনা জয়ী প্যারালম্পিয়ান সুমিত অ্যান্টিলকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের এফ-৬৪ বিভাগে সোনা জিতলেন সুমিত অ্যান্টিল। ফাইনাল রাউন্ডে একবার নয়, দু-বার নয়, তিন তিনবার বিশ্বরেকর্ড ভেঙেছেন সুমিত। এরপরেই সুমিতকে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পদক জয়ের পরে সোনার পদক হাতে নিয়েই প্রধানমন্ত্রীকে ফোন করেন সুমিত। এরপরে ফোনের ওপার থেকে প্রধানমন্ত্রীর ফোনের রিং টোন ভেসে আসে। কিছুক্ষণের মধ্যেই ফোন ধরেন দেশের প্রধানমন্ত্রী। তিনি ফোন তুলেই সুমিত অ্যান্টিলকে শুভেচ্ছা জানান। তবে তারমধ্যেই টুইট করে সুমিতকে শুভেচ্ছা জানান মোদী। তিনি লেখেন, ‘আমাদের ক্রীড়াবিদরা প্যারাঅলিম্পিক্সে দারুণ পারফরমেন্স করছেন! প্যারালিম্পিক্সে সুমিত অ্যান্টিলের রেকর্ড ভাঙা পারফরম্যান্সের জন্য আমরা সকলেই গর্বিত। মর্যাদাপূর্ণ স্বর্ণপদক জেতার জন্য সুমিতকে অভিনন্দন জানাই। ভবিষ্যতের জন্য আপনাকে শুভ কামনা জানাই।’
তবে শুধু টুইট করে থেমে থাকেননি দেশের প্রধানমন্ত্রী তিনি সুমিতকে ফোন করে জানান, ‘সুমিত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি দেশকে আরও গর্বিত করেছেন। জীবনের অনেক কঠিন লড়াইয়ের পরেও আপনি এই জায়গা অর্জন করেছেন, দেশের বহু ক্রীড়াবিদ এটা থেকে অনুপ্রাণিত হবেন। দারুণ পারফর্ম করেছেন।’ ফোন করে সকল ভারতীয় ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রীর এমন ভূমিকায় খুশি দেশের বহু ক্রীড়াবিদ। তাদের অনেকেই বলছেন, দেশের প্রধানমন্ত্রী যেভাবে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেন তাতে আগামী দিনে ক্রীড়াবিদরা আরও সাফল্য পাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।