প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ দেশকে চতুর্থ পদক এনে দিল ভারতীয় হকি দল। ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতীয় দল স্পেনকে ২-১ গোলে হারিয়ে এই কীর্তি অর্জন করে। ভারতীয় দলের এই জয় কোটি কোটি দেশবাসীকে আনন্দ দিয়েছে যারা প্যারিস অলিম্পিক্সে ক্রমাগত হতাশা দেখতে দেখতে হতাশ হয়ে পড়েছিলেন। হকি দল টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছে। ভারতীয় দলকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দলের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী মোদী এদিন হকি দলের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আপনারা ভারতকে গর্বিত করেছেন। অলিম্পিক্সে হারের রেখা ভেঙে গিয়েছে। আমার পূর্ণ আস্থা আছে আপনারা সকলেই ভারতে হকির সোনালী যুগ ফিরিয়ে আনবেন। এই জয় দক্ষতা, সংকল্প ও দলীয় চেতনার জয়। এই জয় তরুণদের মধ্যে খেলাটির জনপ্রিয়তা আরও বাড়াবে।’ এই কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন হরমনপ্রীতকে সরপঞ্চ সাব বলে সম্বোধন করেছিলেন এবং গোলরক্ষক শ্রীজেশের প্রশংসা করে তাঁর কাছে বিশেষ আবদার করে বসেন।
আরও পড়ুন… যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে- বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়
শ্রীজেশকে কী বললেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিআর শ্রীজেশকে বলেন, ‘শুনেছি তুমি নাকি অবসর নিচ্ছ। সে নাও কিন্তু তোমায় নতুন দল তৈরি করতে হবে।’ এর উত্তরে শ্রীজেশ বলেন নিশ্চই। এরপরে শ্রীজেশের প্রশংসা করতে থাকেন প্রধান মন্ত্রী। তিনি বলেন, যতদিন ভারতীয় হকি নিয়ে কথা হবে ততদিন মানুষ তোমার কথা বলবে। চলতি অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা দেখিয়ে বলা হবে তুমি কত বড় নায়ক। যার শুনে আবেগে ভেসে যান শ্রীজেশ।
আরও পড়ুন… ভিডিয়ো: রেকর্ড গড়েই দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের প্রস্তাব দিলেন ফরাসি অ্যাথলিট অ্যালিস ফিনোট
এরপরেই শ্রীজেশকে নিয়ে এল নতুন বড় খবর-
এরপরে হকি ইন্ডিয়ার জানালেন মহাসচিব ভোলানাথ সিং জানান, ‘জুনিয়র ইন্ডিয়া হকি দলের প্রধান কোচ হবেন পিআর শ্রীজেশ।’ ভোলানাথ সিং বলেন, ‘এটা অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যখন তিনি জানিয়েছিলেন যে তিনি অলিম্পিক্সের পরে অবসর নিচ্ছেন তখন আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম। সে রাজি হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন… পিরিয়ডের তৃতীয় দিন ছিল, কিছুটা দুর্বল ছিলাম- পদক হাতছাড়া হওয়ার পর বললেন মীরাবাঈ চানু
অলিম্পিকে ভারতীয় দলের যাত্রা
প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতীয় হকি দলের যাত্রা দুর্দান্ত ছিল। ব্রোঞ্জ পদকের যাত্রায় মাত্র ২টি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে রয়েছে সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে হার। ভারতীয় দল সেমিফাইনালে জিতলে ৪৪ বছর পর স্বর্ণপদক জয়ের স্বপ্ন পূরণ করতে পারত, কিন্তু এর জন্য দলকে এখন অপেক্ষা করতে হবে পরবর্তী অলিম্পিক্স পর্যন্ত জন্য। জার্মানি ছাড়াও প্যারিস অলিম্পিক্সে বেলজিয়ামের বিরুদ্ধেও হেরেছে ভারত। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং স্পেনের মতো দলের বিরুদ্ধে জিতেছে ভারত। ভারতীয় দলের সবচেয়ে বড় নায়ক ছিলেন অধিনায়ক হরমনপ্রীত যিনি সর্বোচ্চ ১১টি গোল করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।